বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে বিজ্ঞানমনস্ক মানবিক মানুষ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩) সকালে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থী তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মশালায় ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, আসন্ন চতুর্থ শিল্পবিপ্লবের কারণে সর্বক্ষেত্রেই প্রতিনিয়ত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ জন্য আমাদের গবেষণা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিনির্ভর গবেষণা ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবে টিকে থাকার জন্য নিজেদের প্রস্তুত করা সম্ভব হবে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা ও বিশ্ববিদ্যলয় মঞ্জুরি কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং আইসিটি সেলের প্রোগ্রামার মো. আল-ইমরান। কর্মশালায় বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখায় কর্মরত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন