একদফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত অবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক আলাদা আলাদা বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৭টার দিকে ৭ থেকে ৮ জন কর্মী নিয়ে চবির ১ নম্বর গেট সড়কে মিছিল বের করেন সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন। পরে সকাল ৯টার দিকে ১৫ জন নেতাকর্মীকে নিয়ে পৃথক মিছিল বের করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান কালবেলাক বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চবি ছাত্রদল এই কর্মসূচি পালন করেছে। দেশের ১৮ কোটি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসে-পরীক্ষায় আমরা আর ফিরে যাব না।
পৃথক মিছিলের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান এই পরিস্থিতিতে প্রশাসনিক অপতৎপরতার কারণে আমাদের একত্র হওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমার যে যেখান থেকে পারছি কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি।
সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন বলেন, মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে আমাদের এক দফা দাবি থেকে সরানো যাবে না। সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এই সরকারের পদত্যাগ করেই ছাড়ব। গত দিনের মতো আজকেও গাড়ির চাকা ঘুরবে না এবং দোকানপাট খুলবে না। আমাদের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ সফল হবে।
আলাদা মিছিল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা এক হয়ে কাজ করার চেষ্টা করছি। পরিস্থিতির কারণে পারছি না। তবে আমরা সবাই আমাদের জায়গা থেকে কর্মসূচি পালন করে যাচ্ছি।
মন্তব্য করুন