বিএনপির অবরোধ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে এ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে অবরোধের নামে দেশে সহিংসতা ও যানবাহনে আগুন দেওয়ার প্রতিবাদে বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র নেতারা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘স্বৈরশাসক জিয়ার আমল থেকে তারা যতবার ক্ষমতায় থেকেছে ততবার মানুষ মেরেছে। যতবার ক্ষমতায় থেকেছে ততবার দুর্নীতি করেছে।ততবার সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের জীবনযাত্রাকে ব্যাহত করেছে। আমরা দেখেছি নির্বাচন এলেই বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও শুরু হয়ে যায়। তারা যদি তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখে তবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এর সমুচিত জবাব দিতে প্রস্তুত।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর সাহা, সাংগঠনিক সম্পাদক কাব্বিরুজ্জামান রুহুল, কাইয়ুম মিয়া।
এ ছাড়া বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সহসভাপতি আলফাত সায়েম জেমস, মনু মোহন বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, আশিকুর রহমান অপু, নাইম আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সোহাগ, সহসভাপতি তামান্না আক্তার তন্বী, বেগম খালেদা জিয়া হলের সাধারণ সম্পাদক আজমিনা শ্রেয়া, মন্নুজান হলের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার শশী, সৈয়দ আমির আলি হলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, মতিহার হলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম ইসলাম নিলয় প্রমুখ।
মন্তব্য করুন