ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১২৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন সাবেক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও ১২২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস ও ক্লাব মমতাজ ভবনে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। পরে ভোট গণনা শেষে রাত ১০টার দিকে পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মিজানুর রহমান।
নির্বাচিত ১৫ সদস্যবিশিষ্ট পরিষদের অন্য বিজয়ী প্রার্থীরা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান (১২১), ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান (১২০), সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন (১১৮), গণিত বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান (১১৭), আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার (১১৬) ও অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ (১১৫), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক (১১৪), ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন (১১২), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন (১১০), বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন (১০৯), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম (১০৯), আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল (১০৯) ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন (১০৯)।
উল্লেখ্য, নির্বাচনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ভোটার সংখ্যা ছিল ২৫২। তবে ২২৪টি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৭টি ভোট বাতিল হয়েছে।
মন্তব্য করুন