বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) স্বেচ্ছায় রক্তদানকারীদের সংগঠন বাঁধন দুই দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। রোববার (১০ ডিসেম্বর) ও সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় সংগঠনের ২০ জন সদস্য সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম শেষ করে।
রোববার তাদের কার্যক্রমের প্রথম দিনে মগবাজার, ইস্কাটন রোড, তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ড ও সাতরাস্তা এলাকায় সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের কাছে কম্বল এবং অন্যান্য শীতবস্ত্র পৌঁছে দেয়। এ কার্যক্রমের সূচনা করেন বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু। পর দিন সোমবার হাতিরঝিলে এতিমখানা, মাদ্রাসায় ৩০টি কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
দুই দিনের কার্যক্রম নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সাদী মোহাম্মদ শোয়েব বলেন, আমরা প্রতি বছর অভাবগ্রস্তদের মধ্যে বাঁধন বুটেক্স ইউনিটের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করি। আয়োজনটা বাস্তবায়ন হয়েছে আমাদের উপদেষ্টামণ্ডলী এবং কিছু সিনিয়রের আর্থিক সহযোগিতায়। কম্বলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রদের পক্ষ থেকে শীতবস্ত্র সংগ্রহ করে সেটাও অভাবগ্রস্তদের মধ্যে পৌঁছে দিয়েছি। বাঁধন বুটেক্স ইউনিট রক্তের চাহিদা সম্পন্নদের ডোনার ব্যবস্থা করার পাশাপাশি সচেতনতামূলক ও জনসেবামূলক কর্মসূচি পরিচালনা করে।
মন্তব্য করুন