বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল কাফি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে বাকৃবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মারজিয়া রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি অধ্যাপক ড. আব্দুল কাফি ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে মস্তিস্কে অপারেশন করা হয়।
অধ্যাপক মারজিয়া রহমান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১২টায় অধ্যাপক ড. আব্দুল কাফি মারা যায়। তার প্রথম জানাজার নামাজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শেষে তাকে নিজ বাড়ি বগুড়াতে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হবে।
মন্তব্য করুন