গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী বৃষ্টি সরকার। বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এমএম টাওয়ারের (উকিল বাড়ি) ভবনে নিজ কক্ষে আত্মহত্যা করেছে সে।
বুধবার (১৭ জানুয়ারি) রাতে তার লাশ উদ্ধার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে জানা যায় প্রেমঘটিত ব্যাপারে আত্মহননের পথ বেছে নেন এ শিক্ষার্থী।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউম বলেন, খবর পেয়ে ভিসি স্যারসহ আমরা হাসপাতালে আসি। আমাদের ছাত্রীকে এখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
মৃত বৃষ্টির একাধিক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে জানান, কয়েকদিন যাবৎ প্রেমিকের সঙ্গে মনোমালিন্য ছিল তার। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত নিজ মেসে সিলিঙের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। মেসের অন্যান্য সদস্যরা রুম ভিতর থেকে আটকানো দেখে কয়েকবার ডাকাডাকি করে। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত দেখতে পায়। পরে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা জানান, আসলে কী কারণে আত্মহত্যা করতে পারে সে বিষয়ে অজানা। তবে প্রেমঘটিত বিষয়ে ডিপ্রেশনে থেকে এমন হতে পারে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি এম আর মুকুল জানান, আত্মহত্যার ঘটনা শুনেছি। তাকে কেউ প্ররোচিত করেছে কি না কিংবা এ ঘটনা ঘটাতে বাধ্য করেছে কি না সে ব্যাপারে তদন্ত চলছে। পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়েছে। পরিবার মামলা দিতে চাইলে মামলা গ্রহণ করা হবে এবং তৎপরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন