বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন

সভাপতি-সাধারণ সম্পাদক পদে বিএনপিপন্থিদের জয়

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা
বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালি দল। শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার নির্বাচিত হয়েছেন। ১৫টি পদের মধ্যে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন থেকে ৩টি এবং আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন থেকে ১২টি পদে জয় পেয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে প্রধান প্রিসাইডিং অফিসার বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম আলী নির্বাচনের ফল ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়, নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ১৪৮টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একটি প্যানেলের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীকে পরাজিত করেন। ড. মো. আখতার হোসেন ১৪২টি ভোট পেয়েছেন। এ ছাড়া গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অন্য একটি প্যানেলে থেকে দাঁড়ানো সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. মো আবু হাদী নূর আলী খান পেয়েছেন ১৩৯ ভোট।

এদিকে সাধারণ সম্পাদক পদে ১৫১টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একটি প্যানেল থেকে দাঁড়ানো সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন ১৪৯টি ভোট পেয়েছেন। এছাড়াও গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অন্য একটি প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. মো. রফিকুল আলম ১৩৬টি ভোট পেয়েছেন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, যুগ্ম সম্পাদক-১ পদে অধ্যাপক ড. তানভীর রহমান, যুগ্ম সম্পাদক-২ পদে মো. সাদাকাতুল বারি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ড. মো. আরিফ সাকিল, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে ড. খালিদ মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক পদে ড. মরিয়ম নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-২, অধ্যাপক মুহাম্মদ জাভিদুল হক ভূঞা, অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা, অধ্যাপক ড. মাহফুজা বেগম, অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং শেখ মোহাম্মদ সায়েম নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিজে থাকা লাশের কবরের হিসাব কীভাবে নেওয়া হবে?

জিয়া নামের কারণে বিটিভির কালো তালিকায় নির্মাতা জিয়াউদ্দিন

ইউসিএসআই ইউনিভার্সিটিরকম্পিউটার ফ্যাকাল্টির নতুন ডিন ড. সৈয়দ আখতার

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পিআর নিয়ে যে অবস্থান নিল জামায়াত

ঠাকুরগাঁও ব্যাংকার্স ক্লাবের সভাপতি প্রশান্ত সামির, সম্পাদক জিল্লুর রহমান

বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যুক্তরাষ্ট্রের কোম্পানি

ঢাকা মহানগর দায়রা জজ হলেন সাব্বির ফয়েজ 

আপনারা কি তামাশা করেন, প্রশ্ন আবিদের

ডাকসু কেউ ভিক্ষা দেয়নি, ছাত্ররা আদায় করে নিয়েছে :  সিবগাতুল্লাহ

১০

দেব-শুভশ্রীর পাল্টাপাল্টি জবাব, নায়িকার সম্মানহানি চাননি নায়ক

১১

চবিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর স্থানীয়দের সাত দফা দাবি

১২

ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই : ঢাবি প্রশাসন

১৩

দেশে স্বৈরাচার ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে : মনি

১৪

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৫

নিজ হাসপাতালে পড়ে ছিল চিকিৎসকের গলাকাটা মরদেহ

১৬

হ্যারি পটার সিরিজে নতুন চমক

১৭

এলাকাবাসীর মাঝে হিজড়াদের মিষ্টি বিতরণ

১৮

বিশ্বকাপজয়ী মার্টিনেজ নয়, অখ্যাত এক বেলজিয়ানের ওপর ভরসা ম্যানইউর

১৯

জশনে জুলুসকে সামনে রেখে চট্টগ্রাম নগরজুড়ে চলছে দৃষ্টিনন্দন সাজসজ্জা

২০
X