বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের অখেলোয়াড়সুলভ আচরণ ঢাকতেই রাবির বিজ্ঞপ্তি : ঢাবি কর্তৃপক্ষ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনালে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্রিকেট দলের খেলোয়াড়রা। এর প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে পাল্টা বিজ্ঞপ্তি দেয় রাবি প্রশাসন। রাবির ওই বিজ্ঞপ্তি বিষয়ে ঢাবি বলছে- শিক্ষার্থীদের অখেলোয়াড়সুলভ আচরণ ঢাকতেই এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী কালবেলাকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলোয়াড়সুলভ আচরণ করেনি। তারা পূর্ব পরিকল্পনা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তারা কাউকে চ্যাম্পিয়ন হতে দিবে না- সেজন্যই তারা ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েছে। অথচ, গত বছর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা হয়, তখন তারা চ্যাম্পিয়ন হয়। সেখানে কোনো সমস্যা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাপ ধরে রাখার প্রবণতা থাকলে সেটি সম্ভব হতো না। শতবর্ষী এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেই শিক্ষা দেয় না।

তিনি বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয়ের যেকোনো ডিসিপ্লিনের খেলায় প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা খেলাতেই। এছাড়া যাদের মাঠে খেলা হবে তাদের উচিত হবে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিজেদের শিক্ষার্থী বিবেচনা করা। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অখেলোয়াডসুলভ আচরণ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটির বিষয়ে কিছু না বলে উল্টো তাদের পক্ষেই সাফাই গেয়েছে। তাদের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়।

জানা গেছে, সোমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রাবির কেন্দ্রীয় খেলার মাঠে। সেখানে ম্যাচের দ্বিতীয় ইনিংসে রাবি যখন হারের মুখে তখনই হঠাৎ করে গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে ঢাবি শিক্ষার্থীদের স্ট্যাম্প তুলে পেটানো শুরু করে রাবি শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ঢাবি ক্রিকেট দলের ছয়জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে আলো স্বল্পতার অজুহাতে ম্যাচ রেফারি দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে।

হামলার শিকার ঢাবি খেলোয়াড়রা জানায়, ম্যাচের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দর্শক মাঠে আসতে পারবে না, গ্যালারিতে থাকতে পারবে। কিন্তু ম্যাচ শুরুর সাথে সাথেই ওরা তালা ভেঙে গ্যালারি থেকে পুরো মাঠ ঘিরে ফেলে। তারা খেলার মাঝেও ব্যাঘাত ঘটানোর অনেক চেষ্টা করে। এক পর্যায়ে যখন হেরে যাচ্ছিল, তখন তারা স্ট্যাম্প তুলে পেটায়, কিল-ঘুষি মারতে থাকে। ম্যাচ শেষে রাবি শিক্ষার্থীরা মানবদেয়াল তৈরি করে ঢাবি শিক্ষার্থীদের স্টেডিয়াম থেকে বের করলেও মানবেদেয়ালে থাকা শিক্ষার্থীরাই আক্রমনে শামিল ছিল।

এই ঘটনার কিছুক্ষণ পর জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম সাক্ষরিত একটি বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অখেলোয়াড়সূলভ আচরণের প্রতিবাদ জানানো হয় এবং তারা খেলায় হেরে যাওয়ার মুহুর্তে হামলার অভিযোগ আনা হয়।

এরপরই রাতে ঢাবির ওই বিবৃতির বিপরীতে পাল্টা আরেকটি বিবৃতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দেরকেই দোষারোপ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে সাক্ষরিত এ বিবৃতিতে দাবি করা হয়, তাদের খেলোয়াড়দের ওপরই ঢাবি শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। একইসাথে, এর মাধ্যমে ঢাবি প্রশাসনের প্রদান করা বিবৃতিকে চ্যালেঞ্জ করে এর তীব্র নিন্দা জানায় তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে যা লেখা হয়েছে : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিম যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী মাঠে ঢুকে ঢাবি ক্রিকেট টিমের খেলোয়াড়দের উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে এবং হামলা চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিমের ৫/৬জন খেলোয়াড় গুরুতর আহত হয়। এ ধরনের হামলা অখেলোয়াড়সুলভ এবং অনাকাঙ্ক্ষিত।

আয়োজনকারী বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ব থেকেই বিশেষ সতর্কতা ও সার্বিক শৃংখলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। স্বাগতিক ভেন্যু হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল প্রতিপক্ষ টিমকে সম্মান দেখানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় গভীর উদ্বেগ, ক্ষোভ, প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছে।

অতীতেও রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ধরনের প্রতিযোগিতার সুষ্ঠু আয়োজনে ব্যর্থতার পরিচয় দেয় এবং এর ফলে তখনও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে যা লেখা হয়েছে: আজ বিকেলে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্য সদস্য হলেন শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন ও সদস্য সচিব হলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।

উল্লেখ্য, আজ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর মধ্যকার ফাইনাল খেলায় পূর্ব থেকেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছিলো। তবে, খেলার চূড়ান্ত পর্যায়ে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত ও ঢাবির খেলোয়াড়দের অখেলোয়াড়সুলভ আচরণের পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামের দর্শক সারি থেকে বেশ কয়েকজন মাঠে প্রবেশ করলে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এতে খেলাটি সাময়িক বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দুজন আম্পায়ার ও দুই দলের ম্যানেজারের সম্মিলিত সিদ্ধান্তে ম্যাচ রেফারি দুই দলকে যৌথ-চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১০

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১১

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১২

চুল পড়া রোধ করবে যে জিনিস

১৩

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১৪

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১৫

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৬

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১৭

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১৮

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১৯

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

২০
X