ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘মাইজভান্ডারী সংগীত সন্ধ্যা’। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর সোসাইটির উদ্যোগে আয়োজিত হবে এই গানের আসর। এতে গান পরিবেশন করবে চট্টগ্রামের বিখ্যাত মাইজভান্ডারি সংগীত ব্যান্ড ‘দরবার রিদম’।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর সোসাইটির সভাপতি শেখ সাজ্জাদ আহমদ ফাহিম।
এ প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রাম তো বটে বাংলার ফোক গানের একটি উর্বর ধারার নাম মাইজভান্ডারী সংগীত। বাংলার মরমী প্রাণশক্তিকে বুকে ধারণ করে মাইজভান্ডারী গান কথা বলে একটি বহুধর্ম, বর্ণ, জাতিবিশিষ্ট সমাজ গঠনের। আর তাই ধর্মীয় উগ্রতা, সহিংসতা ও বিদ্বেষের বিপরীতে মাইজভান্ডারি সংগীত হতে পারে এক অনন্য, অমোঘ অস্ত্র। যে অস্ত্র প্রেমের, ভালোবাসার, সম্প্রীতির। কিন্তু দূর্ভাগ্যবশত মাইজভাণ্ডারী সংগীত যতটা রঙিন তার প্রাণশক্তিতে, মূলধারার সংগীত অঙ্গনে ঠিক ততটাই ফ্যাকাসে। যার কারণে ধর্মের ভেতরকার যে প্রেম ও ভালোবাসার বার্তা, তা তরুণ প্রজন্মের সামনে থাকছে আড়ালে।
তিনি বলেন, মূলধারার সংগীত অঙ্গনের সাথে মাইজভান্ডারী গানের এই দূরত্ব গোছাতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর সোসাইটির উদ্যোগে আয়োজিত হবে এই মাইজভান্ডারী সংগীত সন্ধ্যা।
ফাহিম আরও বলেন, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন