বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে ইনস্টিটিউটের উত্তরোত্তর উন্নতিতে অবদান রাখার জন্য অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক, কর্মচারী এবং পিএইচডি গ্র্যাজুয়েটদের মাঝে ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. এম. মোজাম্মেল হক, অধ্যাপক ড. আবুল ফজল এম সালেহ এবং অধ্যাপক ড. সুজিত কুমার বালা।
পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. সাইফুল ইসলাম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদ হুসাইন। এরপর ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক, কর্মচারী এবং পিএইচডি গ্র্যাজুয়েটদের মাঝে ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. সতাপ্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি মাননীয় উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান শিক্ষা এবং গবেষণাক্ষেত্রে পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অর্জন এবং অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়াও তারা আয়োজকদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জনান।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মরত ড. মো. মাহবুবুল আলম তার ছাত্রজীবনের অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রাক্তন কর্মচারীদের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন সাবেক সিনিয়র এসিস্ট্যান্ট রেজিস্ট্রার মো. আকবর হোসেন। ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. এম. মোজাম্মেল হক, অধ্যাপক ড. আবুল ফজল এম. সালেহ এবং অধ্যাপক ড. সুজিত কুমার বালা অতীত কর্মজীবনের সোনালি স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন এবং ইনস্টিটিউটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সবশেষে, ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি এবং পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. সাইফুল ইসলাম।
মন্তব্য করুন