দেশের অন্যতম বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা চলছে। মঙ্গলবার (৫ মার্চ) ‘সি’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষা ছিল দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অন্যদিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছাড়ে তিন ঘণ্টা দেরিতে। যেখানে ছিলেন শতাধিক ভর্তিচ্ছু। তবে রেলওয়ের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ও রাবি উপাচার্যের তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে বেঁচে গেছে কয়েকশ শিক্ষার্থীর স্বপ্ন।
পরীক্ষার্থীদের কথা চিন্তা করে কৌশলে দ্রুত সময়ের মধ্যে তাদের রাজশাহী পৌঁছানোর ব্যবস্থা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। পুরো ঘটনার বিষয়ে এক ফেসবুক পোস্টে তিনি বিস্তারিত বর্ণনা দেন। ‘আজকের ধূমকেতুর যাত্রা’ শিরোনামে তার এক ফেসবুক পোস্ট থেকে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ঢাকা থেকে প্রায় ৭০০ শিক্ষার্থী ধূমকেতু এক্সপ্রেস নামের ট্রেনে রওনা হন। ট্রেনটি ঢাকা থেকে ছাড়তেই দেরি হয়ে যায়। বেলা ১১টায় হিসাব করে দেখা যায়, ট্রেনটি বেলা ৩টায় রাজশাহীতে পৌঁছাবে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ট্রেনটি অন্য ট্রেনকে বসিয়ে দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছিল। লাহেড়ী মোহনপুর স্টেশনে এসে ধূমকেতুর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে শরৎনগরে বসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এনে ধূমকেতু এক্সপ্রেস আবার চালু করা হয়।
তখন হিসাব করে দেখা যায়, ট্রেনটি বিকেল ৪টায় রাজশাহীতে পৌঁছাবে, তখন পরীক্ষা শুরু হয়ে যাবে। এমন পরিস্থিতির মধ্যে অসীম কুমার তালুকদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মোবাইল ফোনে বিষয়টি জানান।
ট্রেন সর্বোচ্চ অনুমোদিত গতিতে চলছিল। তবে দুশ্চিন্তা ছাড়ছিল না। সময়মতো পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছিল। উপায় না পেয়ে আড়ানী স্টেশনের স্টপেজে ট্রেন না থামিয়ে থ্রু পাস করা হয়েছে। শেষ পর্যন্ত বেলা ৩টা ৩৮ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেনটি থামে। পরে শিক্ষার্থীরা দ্রুত দৌড়ে পরীক্ষার হলে গিয়ে বসেন।’
পুরো বিষয়ের ব্যাপার জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার বলেন, ‘পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। ট্রেনটি শুরুতেই ছাড়তে লেট করে। আবার মাঝে ইঞ্জিন নষ্ট হয়েছিল। পরে অন্য একটি ট্রেনের ইঞ্জিন লাগিয়ে পুনরায় ট্রেন চালানো হয়। আমরা নির্দিষ্ট গতির বেশি স্পিডে ট্রেন চালিয়ে ছুটে এসেছি। এ ছাড়া অনেক ক্রসিং এ আমরা ট্রেন থামাইনি। গতবছর আমার ছেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আমি বুঝতে পারি এমন সময় বাবা-মায়ের কেমন উদ্বেগ থাকে।’
এ বিষয়ে ভর্তি পরীক্ষাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘দুর্ভোগ কাউকে বলে আসে না। ইঞ্জিন নষ্ট হওয়ায় ঠিক সময়ে ট্রেনটি আসতে পারেনি। ট্রেনে ১২৫ জনের মতো ভর্তিচ্ছু শিক্ষার্থী ছিল। পরীক্ষা শুরুর ২০ মিনিট পর পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে মানবিক বিবেচনায় তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।’
মন্তব্য করুন