কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১০:০০ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি বাতিলকৃত পরীক্ষা পুনরায় গ্রহণ করার আহ্বান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একদল পরীক্ষার্থীদের আন্দোলনের কারণে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী প্রায় সাড়ে ১৪ লাখ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনায় না নিয়ে সরাসরি পরীক্ষা বাতিলের ঘোষণাটি সম্পূর্ণ অবিবেচনা প্রসূত একটি সিদ্ধান্ত বলে মনে করছেন ১১ অভিভাবক। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে চলমান বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলোসহ সব এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা ২ মাস পিছিয়ে দিয়ে হলেও এইচএসসির বাতিল পরীক্ষা পুনরায় গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তারা।

রবিবার “উদ্বিগ্ন অভিভাবক ফোরাম”-এর আওতায় ১০ কলেজের ১১ অভিভাবক এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অযৌক্তিক এবং একপাক্ষিক। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অভিভাবকসহ দেশের বিভিন্ন কলেজগুলোর সম্মানিত অধ্যক্ষ এবং জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত গ্রহণ করা যেত।

গত ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হয়ে সাতটি পরীক্ষা সম্পন্ন হয়েছিল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ায় দুই দফায় স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ছয়টি লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। অন্তর্বর্তী সরকার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে স্থগিত পরীক্ষাগুলো ১১ সেপ্টেম্বর শুরু হওয়ার ঘোষণা দেয়। কিন্তু, একদল পরীক্ষার্থী গত ১৯ ও ২০ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ড এবং সচিবালয় ঘেরাও করে এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণার দাবিতে আন্দোলন করে। যার পরিপ্রেক্ষিতে ওইদিনই (২০ আগস্ট) পরীক্ষা বাতিল ঘোষণা করে সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গিয়ে সরকারের এই সিদ্ধান্ত প্রায় সাড়ে ১৪ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এতে মেধাবী শিক্ষার্থীরা অবমূল্যায়িত হবে। দেশ-বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন অভিভাবকদের মধ্যে রাজউক কলেজ, উত্তরার নাসরিন কাকলি, সাউথ পয়েন্ট কলেজের তাহমিনা হক, বিএফ শাহীন কলেজের রোকসানা শারমিন রুমা, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের জাহিদুর রহমান, এবিএম সাঈদুর রহমান, এসওএস হারম্যান মেইনার কলেজের নুসরাত জাহান, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সানজিদা আক্তার, নটর ডেম কলেজের লিনা ফারজানা, সিটি কলেজের সানজিদা খান রিপা, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইয়াসমিন আখতার, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের সানজিদা আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত

যুক্তরাষ্ট্রকে তুলাধুনা করলেন পুতিন

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা আছে

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা

কলেজছাত্রের মৃত্যুর খবরে হাসপাতাল অবরুদ্ধ ও ভাঙচুর

ইসরায়েলকে অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট ৪ দেশের

রাজধানীতে আজ কোথায় কী

মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধীকে নির্যাতন

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪

১১

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

১২

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

১৩

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

১৪

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

১৫

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

১৬

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

১৭

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

১৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

১৯

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

২০
X