শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দিল শিক্ষা বোর্ডগুলো

পুরোনো ছবি
পুরোনো ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামীকাল রোববার (৩০ জুন)। রুটিন অনুযায়ী বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য শিক্ষা বোর্ডগুলো বিশেষ নির্দেশনা দিয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। মোট পরীক্ষা কেন্দ্র ২ হাজার ৭২৫টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডগুলোর দেওয়া নির্দেশনাগুলো হলো:

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

৪. ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

৫. পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সৃজনশীল উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৬. সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে–

৭. সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ।

৮. সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ।

৯. সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ, (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০টা ২৫ মিনিট)।

১০. বেলা ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে–

১১. বেলা ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ।

১২. দুপুর ২টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ।

১২. বেলা ২টা ৩০ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ, (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ২টা ২৫ মিনিট)।

১৩. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষাগ্রহণ করতে হবে।

১৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবেন।

১৫. প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবেন। কোনো অবস্থায়ই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

১৬. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।

১৭. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো অবস্থায়ই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

১৮. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

১৯. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

২০. পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে আগুনে পুড়ে ছাই ফার্নিচার কারখানা

সিরিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরায়েলি হামলা

পাকিস্তানের আগে আমিরাত সফর করবে শান্তরা, সূচি চূড়ান্ত

প্রতারণা মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

‘নাপাই চণ্ডীর মেলা’ উত্তরবঙ্গবাসীর ভালোবাসার বহিঃপ্রকাশ

ইউরোপা লিগে কি দেখা যাবে অল ইংলিশ ফাইনাল?

প্রহসনের নির্বাচনে আ.লীগও ভোট দেয়নি : নূরুল ইসলাম বুলবুল

ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের

কালবেলায় সংবাদ প্রকাশ / মেহেরপুরের সড়কে যৌথবাহিনী ও ট্রাফিক বিভাগের অভিযান

অবৈধভাবে দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

১০

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু 

১১

ভারত-পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের বার্তা

১২

একের পর এক কালবৈশাখী আসছে চলতি মাসে

১৩

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

১৪

ফের সুখবর পেলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা

১৫

ভয়াবহ পরিস্থিতি, বিশেষ দোয়া চাইলেন মুসলিম নেতা

১৬

সিরিয়ায় ইরানের সাম্রাজ্যবাদী পরিকল্পনা ব্যর্থ, গোপন নথি ফাঁস

১৭

শুধু ১০০ দিনেই ওলটপালট করেছেন সব

১৮

এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা

১৯

শ্বশুরবাড়ি থেকে সাবেক কৃষিমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

২০
X