সারাদেশে সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক বদলির অনলাইন আবেদন আগামীকাল বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু বুধবার (২ আগস্ট) সেই বদলির কার্যক্রম স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অধিদপ্তরের এক আদেশে বদলির কার্যক্রম স্থগিত করা হলেও কেন আবেদন স্থগিত করা হয়েছে সে কারণ জানানো হয়নি।
অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, একই উপজেলা ও থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলির কার্যক্রম নির্দেশক্রমে স্থগিত করা হল।
এর আগে গত রোববার প্রধান শিক্ষকদের বদলির আবেদন ৩ আগস্ট থেকে শুরুর বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে মঙ্গলবার বদলি কার্যক্রম স্থগিত করতে বলে মন্ত্রণালয়। এরপর আজ বুধবার বদলি কার্যক্রম স্থগিত করা হল।
এ বিষয়ে জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতকে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন