বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৩:২৮ এএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের হিরিক বৈষম্যবিরোধী বাঙলা কলেজ শাখায়

মাহতাব মারুফ ও মো. মারুফ হোসেন। ছবি : সংগৃহীত
মাহতাব মারুফ ও মো. মারুফ হোসেন। ছবি : সংগৃহীত

সরকারি বাঙলা কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে পদত্যাগের হিরিক পড়েছে। সংগঠনের অভ্যন্তরে সমন্বয়হীনতা, একতার অভাব ও সংগঠনকে একটি রাজনৈতিক দল তাদের স্বার্থে ব্যবহার করার অভিযোগে একের পর এক নেতারা পদত্যাগ করছেন।

সোমবার (১২ মে) রাত ১১টার দিকে সংগঠনের যুগ্ম সদস্য সচিব মাহতাব মারুফ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দেন।

তিনি লেখেন, ‘আমি মাহতাব মারুফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি, সরকারি বাঙলা কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি, সংগঠনের কার্যক্রমে পর্যাপ্ত সমন্বয় ও একতার অভাব রয়েছে। যা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংগঠনের নীতিমালার সঙ্গে মতানৈক্যের কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। পাশাপাশি, একটি রাজনৈতিক দল এই অরাজনৈতিক প্ল্যাটফর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।’

এদিনই একইভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ হোসেন। তিনি বলেন, ‘আমি মো. মারুফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি, সরকারি বাঙলা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে সংগঠনের কার্যক্রমে সমন্বয় ও একতার অভাব এবং নীতিগত মতানৈক্যের কারণে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি।’

এ প্রসঙ্গে সংগঠনের কলেজ শাখার আহ্বায়ক এমএ মুত্তাকী বলেন, সম্প্রতি কিছু সদস্যের পদত্যাগের পেছনে মূলত রাজনৈতিক লেবেলিংয়ের ভয় কাজ করেছে। তারা মনে করছে সংগঠনের সঙ্গে জড়িত থাকলে রাজনৈতিক ট্যাগ লাগছে। যদিও তারা প্রমাণ করতে পারেনি যে এটি একটি রাজনৈতিক সংগঠন। তবে সেই ট্যাগ থেকে মুক্তি পেতেই হয়তো তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও বলেন, সংগঠনের সদস্য সংখ্যা কমে গেলে কিছুটা প্রভাব পড়ে, তবে আমরা পদত্যাগকারীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।

মুত্তাকীর ভাষ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও কার্যক্রম পরিচালনা। সংগঠনের বাইরেও কেউ চাইলে নিজস্ব রাজনৈতিক মতাদর্শে যুক্ত হতে পারেন, তবে সংগঠনটি নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

উল্লেখ্য, এর আগেও এই শাখা থেকে বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন, যা সংগঠনের অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সিলেটে বিপুল ইয়াবাসহ আটক ২ 

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী আটক

বিস্ফোরক মামলায় আ.লীগের ২১ নেতা-কর্মী কারাগারে

পদত্যাগের হিরিক বৈষম্যবিরোধী বাঙলা কলেজ শাখায়

ঢাবির সূর্য সেন হলে ঠাণ্ডা পানির মেশিন বসালো শিবির

ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইস্যুতে ধাওয়া-পাল্টা ধাওয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি

কঠোর গোপনীয়তার মাধ্যমে বিলুপ্ত হলো এনবিআর

পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে কাজাখস্তান যাচ্ছে বাংলাদেশের A1 Esports

১০

পাকিস্তানের হাইকমিশনারের ঢাকা ত্যাগ নিয়ে নানা গুঞ্জন

১১

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার 

১২

আইইবির সাবেক কাউন্সিল সদস্য প্রকৌশলী শফিকুল ইসলাম আর নেই

১৩

স্মার্ট কার্ড জটিলতায় টিসিবির খাদ্যপণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

১৪

সফলভাবে সম্পন্ন হলো ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’

১৫

ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

১৬

একপাশে অটোরিকশা স্ট্যান্ড, অন্যপাশে ময়লার ভাগাড়

১৭

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে

১৮

আ.লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের মদদেই : এলডিপি মহাসচিব

১৯

যুদ্ধ করল ভারত-পাকিস্তান, পোয়াবারো চীনের

২০
X