ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে

অভিযুক্ত ঢাবি শিক্ষার্থী পঙ্কজ চৌধুরী রাতুল। ছবি : কালবেলা
অভিযুক্ত ঢাবি শিক্ষার্থী পঙ্কজ চৌধুরী রাতুল। ছবি : কালবেলা

রাজধানীর হাতিরপুলের মোতালেব প্লাজা শপিং সেন্টারে মোবাইলের এয়ারফোন কিনতে গিয়ে সেখানকার কয়েকজন কর্মচারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। পরে তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ‘মব’ সৃষ্টি করে তিন সাংবাদিকের ওপর হামলার চেষ্টা করেন ঢাবির একদল শিক্ষার্থী। এ সময় তাদের কাছে থাকা ঘটনার ভিডিও ফুটেজও মুছে ফেলতে বাধ্য করেন ওই শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে শপিং সেন্টারটির ৬ তলার ব্যবসায় মালিক সমিতির অফিসের সামনে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন অনলাইন নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক আবদুর রহমান, আমান উল্যাহ আলভী ও মাল্টিমিডিয়া রিপোর্টার আজবার রাজ।

জানা গেছে, এ ঘটনার নেতৃত্বে ছিলেন ঢাবি শিক্ষার্থী পঙ্কজ চৌধুরী রাতুল। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ২০১৭-১৮ সেশনের জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী। এর আগে ২০২১ সালে ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গাঁজা সেবনের সময় রাতুলসহ তিনজনকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে মার্কেটের একটি মোবাইল দোকানে যান রাতুলসহ দুই ঢাবি শিক্ষার্থী। এ সময় ওই দোকানের এক কর্মচারীর সঙ্গে রাতুলের সঙ্গে থাকা শিক্ষার্থীর বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় তিনি অকথ্য ভাষায় গালাগাল করেন এবং পায়ের জুতা খুলে মারা চেষ্টা করেন দোকানের কর্মচারীকে। এ সময় দোকানের মালিক ও মার্কেটের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডা ও হামলাচেষ্টারও ঘটনা ঘটে। পরবর্তীতে ঢাবির শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে আরও কয়েকজন শিক্ষার্থীকে ডেকে এনে দোকানে হামলা চালান।

পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রবিউল ইসলামের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ব্যবসায় মালিক সমিতির অফিসে সালিসে বসে তারা। সেখানে এ ঘটনার ক্ষতিপূরণ বাবদ ঢাবি শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা দেওয়া হয় এবং ঘটনার মিটমাট করা হয়।

তবে দোকানমালিক ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা পায়ের জুতা খুলে মারতে উদ্যত কিংবা গালাগাল করাই ঘটনার সূত্রপাত। তবে উল্টো ক্ষতিপূরণ দিতে হয়েছে দোকানমালিককে। এ ছাড়া ঘটনার সময় ওই দোকান থেকে একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স হারিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মালিক সমিতি বৈঠককালে ঘটনার সংবাদ কাভার করতে গেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাংবাদিকদের ওপর তেড়ে যান রাতুলের নেতৃত্বে ঢাবির কয়েকজন শিক্ষার্থী। এ সময় সাংবাদিকদের হাতে থাকা মোবাইল থেকে ভিডিও ফুটেজ জোরপূর্বক ডিলিট করায় তাদের হেনস্তা করেন তারা।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক আবদুর রহমান ও আমান উল্যাহ আলভী বলেন, সমিতিতে বৈঠক চলাকালে কিছু ভিডিও ফুটেজ নেই। এ সময় সমিতির লোকজন কেন ভিডিও করছে জানতে চাইলে আমরা সাংবাদিক পরিচই দিই। তখন সেখানে থাকা ঢাবি শিক্ষার্থীরা আমাদের বাইরে নিয়ে আসেন এবং ভিডিও ডিলেট করতে মব তৈরি করে বাধ্য করান।

তারা আরও বলেন, এমন বাধা দেওয়ার ঘটনা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা মনে করি। এ ঘটনা সাংবাদিকতার যথাযথ দায়িত্ব পালনে সরাসরি হস্তক্ষেপ বলে মনে করি।

এ বিষয়ে ঘটনার সময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাটা আমার সামনে ঘটেনি। হয়তো আমি যাওয়ার পর ঘটেছে। ঘটনার বিষয়ে আমি একটা ভিডিও দেখেছি। ওই ছেলেকে আমি চিনি। তার নামও জানি। তবে আমরা কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের হেনস্তা করা কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফু্দ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তবে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে যায়নি। ব্যক্তিপর্যায়ে শিক্ষার্থীরা অনেকের সঙ্গে ঝামেলায় জড়াতে পারে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ডেকে দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির বিষয়টা মিটমাট করে দিতে পারে। তবে সাংবাদিকরা যদি আইনিভাবে কোনো ব্যবস্থা নিতে চান, নেবেন। বিশ্ববিদ্যালয়ের এখানে হস্তক্ষেপ করার সুযোগ নেই।

জগন্নাথ হলের প্রভোস্ট দেবাশীষ পাল বলেন, এ ঘটনার বিস্তারিত জানি না। তবে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টর অফিস থেকে বলা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাতুল কালবেলাকে বলেন, এখানে কোনো ধরনের হেনস্তার ঘটনা ঘটেনি। ওই সময় কিছু লোক লুকিয়ে ভিডিও করছিল। পরে তাদের পরিচয় জানতে চাইলে তারা বলে তারা সাংবাদিক। তাদেরকে কোনো ধরনের শারীরিক আঘাত করা হয়নি। কেবল লুকিয়ে ভিডিও করার কারণে তাদের ভিডিও ডিলিট করতে বলা হয়েছিল। এছাড়া আর কিছু হয়নি।

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ মার্চ রাত ১০টার দিকে টিএসসিতে গাঁজা সেবনের সময় রাতুলসহ তিনজনকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম রাতুলসহ আরাফাত আহমেদ সাদ নামে একজন বহিরাগত ও ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসপিয়া আক্তারকে আটক করে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী বলা হয়েছে জুলাই সনদের অঙ্গীকারনামায়

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

ঝিনাইদহে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ‘বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে কালবেলা পাঠকপ্রিয়তা অর্জন করেছে’ 

কলেজে নেই শিক্ষক, ৮ শিক্ষার্থীর সবাই ফেল

ফল খাওয়া নিয়ে ৫ ধারণা — বিজ্ঞান যা বলে

উইন্ডিজ সিরিজে কেমন হবে মিরপুরের উইকেট?

জুলাই সনদে স্বাক্ষর করল বিভিন্ন রাজনৈতিক দল

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যারা এলেন 

কীভাবে কাজ করবেন, জানালেন নবনির্বাচিত রাকসু ভিপি

ভারতের পুলিশ কর্মকর্তার ঘুষকাণ্ড, কোটি টাকা-সোনা-বিলাসবহুল গাড়ি জব্দ

১০

বর্ণিল আয়োজনে বগুড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

শেরপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা / ‘কালবেলা এখন মানুষের কাছে নির্ভরযোগ্য গণমাধ্যম’

১২

গাজীপুরে ধর্ষণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

এনসিপির নতুন অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ

১৪

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

১৫

থানচিতে খুদে সাংবাদিকদের সঙ্গে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি ২০২৫ শুরু

১৭

বর্ণিল আয়োজনে জয়পুরহাটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

দাড়ি থাকা পুরুষদের প্রেমে কেন পড়ে নারীরা?

১৯

বিশ্বযুদ্ধের জন্য ক্ষমা চাওয়া জাপানের সেই সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন

২০
X