কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার দেশের ভেতরেও বিপদে পড়তে যাচ্ছেন মোদি

নরেন্দ্র মোদি, মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি, মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত ও এর সঙ্গে যুক্ত ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিরোধী দলগুলো পার্লামেন্টে পেহেলগাম সন্ত্রাসী হামলা, অপারেশন সিঁদুর, যুদ্ধবিরতি ও সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনা করতে চায়।

সোমবার তিনি বলেন, দেশের মানুষের সুরক্ষা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা সবাই শান্তি চাই। তবে প্রয়োজনে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে। ভারতীয় সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে লড়ছে এবং আমরা তাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।’

কংগ্রেস সভাপতি জানান, তিনিসহ লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেছেন। ‘আমরা চাই এই অধিবেশনে দেশ ও সীমান্ত পরিস্থিতি, পাকিস্তান সংক্রান্ত ঘটনা এবং কীভাবে দেশের মানুষকে সুরক্ষিত রাখা যায়, তা নিয়ে আলোচনা হোক,’ বলেন খাড়গে।

রোববার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে খাড়গে জানান, সব বিরোধী দল একমত হয়ে এই বিষয়ে সংসদের বিশেষ অধিবেশন চেয়েছে। এতে পেহেলগাম হামলা, অপারেশন সিঁদুর এবং সম্প্রতি ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ভারত-পাকিস্তান সরকারের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, টানা চার দিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তান শনিবার একটি সমঝোতায় পৌঁছায়। এই সমঝোতা অনুযায়ী স্থল, আকাশ ও সমুদ্রপথে সব রকমের হামলা ও সামরিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে।

যুদ্ধবিরতি প্রসঙ্গে খাড়গে বলেন, ‘ভারত তার প্রতিশ্রুতি রক্ষা করে, কিন্তু পাকিস্তান বারবার তা ভঙ্গ করে এবং সন্ত্রাসবাদীদের মাধ্যমে অশান্তি সৃষ্টি করে। তারা সামনে থেকে যুদ্ধ না করে পেছন থেকে আঘাত হানে। যদি তারা যুদ্ধ করে, আমরা বাধ্য হব প্রতিরোধ করতে; কিন্তু যদি তারা শান্ত থাকে, আমরাও শান্ত থাকব।’

বুদ্ধ পূর্ণিমার দিনে শান্তির বার্তা দিয়ে তিনি বলেন, ‘ভারত দুই হাজার বছরেরও বেশি সময় ধরে গৌতম বুদ্ধের শিক্ষা অনুসরণ করে আসছে। আমরা চাই সব জায়গায় শান্তি বজায় থাকুক। কিন্তু দেশের সুরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ দেশ নিরাপদ থাকলে আমরা সবাই নিরাপদ থাকব।’

তিনি আরও বলেন, সেনাবাহিনী সাহসের সঙ্গে লড়ছে। এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের পাশে দাঁড়ানোর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১০

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

১১

খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত করলেন খুলনার জেলা প্রশাসক

১২

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

১৩

জুলাই শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

১৪

বছর ঘুরে ফিরল সেই জুলাই 

১৫

৩৬ জুলাই বিপ্লব ও নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প

১৬

৫০ কোটি টাকা আত্মসাৎ / এস আলম পরিবারের তিন সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে দুই মামলা

১৭

খুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগ

১৮

রাজশাহীতে ঐতিহাসিক ‘সান্তাল হুল’ দিবস উদযাপন

১৯

২৯৫ জন অস্থায়ী কর্মীকে স্থায়ী করল চসিক

২০
X