কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার দেশের ভেতরেও বিপদে পড়তে যাচ্ছেন মোদি

নরেন্দ্র মোদি, মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি, মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত ও এর সঙ্গে যুক্ত ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিরোধী দলগুলো পার্লামেন্টে পেহেলগাম সন্ত্রাসী হামলা, অপারেশন সিঁদুর, যুদ্ধবিরতি ও সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনা করতে চায়।

সোমবার তিনি বলেন, দেশের মানুষের সুরক্ষা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা সবাই শান্তি চাই। তবে প্রয়োজনে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে। ভারতীয় সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে লড়ছে এবং আমরা তাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।’

কংগ্রেস সভাপতি জানান, তিনিসহ লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেছেন। ‘আমরা চাই এই অধিবেশনে দেশ ও সীমান্ত পরিস্থিতি, পাকিস্তান সংক্রান্ত ঘটনা এবং কীভাবে দেশের মানুষকে সুরক্ষিত রাখা যায়, তা নিয়ে আলোচনা হোক,’ বলেন খাড়গে।

রোববার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে খাড়গে জানান, সব বিরোধী দল একমত হয়ে এই বিষয়ে সংসদের বিশেষ অধিবেশন চেয়েছে। এতে পেহেলগাম হামলা, অপারেশন সিঁদুর এবং সম্প্রতি ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ভারত-পাকিস্তান সরকারের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, টানা চার দিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তান শনিবার একটি সমঝোতায় পৌঁছায়। এই সমঝোতা অনুযায়ী স্থল, আকাশ ও সমুদ্রপথে সব রকমের হামলা ও সামরিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে।

যুদ্ধবিরতি প্রসঙ্গে খাড়গে বলেন, ‘ভারত তার প্রতিশ্রুতি রক্ষা করে, কিন্তু পাকিস্তান বারবার তা ভঙ্গ করে এবং সন্ত্রাসবাদীদের মাধ্যমে অশান্তি সৃষ্টি করে। তারা সামনে থেকে যুদ্ধ না করে পেছন থেকে আঘাত হানে। যদি তারা যুদ্ধ করে, আমরা বাধ্য হব প্রতিরোধ করতে; কিন্তু যদি তারা শান্ত থাকে, আমরাও শান্ত থাকব।’

বুদ্ধ পূর্ণিমার দিনে শান্তির বার্তা দিয়ে তিনি বলেন, ‘ভারত দুই হাজার বছরেরও বেশি সময় ধরে গৌতম বুদ্ধের শিক্ষা অনুসরণ করে আসছে। আমরা চাই সব জায়গায় শান্তি বজায় থাকুক। কিন্তু দেশের সুরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ দেশ নিরাপদ থাকলে আমরা সবাই নিরাপদ থাকব।’

তিনি আরও বলেন, সেনাবাহিনী সাহসের সঙ্গে লড়ছে। এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের পাশে দাঁড়ানোর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় পানি স্থিতিশীল, দুর্ভোগ কমেনি বানভাসিদের

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ

অ্যাকশনএইডে চাকরির সুযোগ

টিভিতে আজকের খেলা

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন আজ, থাকছে যেসব কর্মসূচি

১৮ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

অবৈধ পলিথিন কারখানায় অভিযান, কঠোর শাস্তি পেলেন মালিকরা

১০

‎সমুদ্র উপকূলে রহস্যজনক লাশ, পরনে পোলো শার্ট-প্যান্ট

১১

বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার

১২

‘ছাত্রদল আদর্শ ও ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে’

১৩

বাবার বাড়িতে এসে নিজেকে শেষ করলেন গৃহবধূ

১৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

১৫

বগুড়ায় উদ্ধার করা ৬ গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

১৬

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

১৭

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

১৮

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

১৯

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

২০
X