জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গরম পানি নিক্ষেপে জবি শিক্ষার্থীদের ক্ষোভ

কাকরাইলে জবি শিক্ষার্থীদের ওপর পানি নিক্ষেপ। ছবি : কালবেলা
কাকরাইলে জবি শিক্ষার্থীদের ওপর পানি নিক্ষেপ। ছবি : কালবেলা

তিন দফা দাবির প্রেক্ষিতে যমুনার অভিমুখে লংমার্চ কর্মসূচিতে কাকরাইলে পুলিশি আক্রমণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জবি শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড় এলে শিক্ষক শিক্ষার্থীদের এই লং মার্চে পুলিশ হামলা চালায়। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে বলে জানা যায়। হামলার পরপরই শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।

তারা বলেন, আমরা তো শান্তশিষ্ট আন্দোলনই করছিলাম অথচ বিনা অপরাধে আমাদের ওপর পুলিশ হামলা চালাল। আমাদের শিক্ষকরাও তাদের হাত থেকে রক্ষা পাইনি। আমাদের দাবি মেনে তো নেওয়া লাগবেই সঙ্গে হামলাকারীদেরও বিচার করতে হবে। না হলে আমরা আরও কঠোর কর্মসূচি গড়ে তুলতে বাধ্য হবো।

দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থী শহীদুল সুমন বলেন, আমাদের আর কোনো ভাষা নেই। এভাবে আমাদের ওপর হামলা করবে কখনোই ভাবিনি। আমার ভাইয়েরা হাসপাতালের বেডে শুয়ে, এ হামলার বিচার চাই।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসাব্বির বলেন, এমন নির্দয় আচরণ কীভাবে করে মানুষ। বৈষম্য এখনো সবজায়গায়। একজনদের বেলায় ঠান্ডা পানির ব্যবস্থা, আর একজনের বেলার গরম পানি। এখনো দুই নীতি বিদ্যমান বাংলাদেশে। বৈষম্যের কোনো ঠাঁই এ বাংলায় হবে না।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা অভিমুখে রওয়ানা হয়। পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেটে বাধার সম্মুখীন হয়। পরে মৎস্য ভবনে ফের পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোডে আসতেই অতর্কিত টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। পুলিশি হামলায় অন্তত ৩০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোয়া ৩টার দিকে কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থানরত শিক্ষক শিক্ষার্থীদের কাছে যান।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন। এর প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ের সামনে বৃষ্টিতে ভিজেই অবস্থান কর্মসূচি পালন করছেন। এদিকে বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে আরও কয়েক শতাধিক শিক্ষার্থী আন্দোলনস্থলে উপস্থিত হন। এসময় শিক্ষার্থী মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। শিক্ষক শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। যমুনার অভিমুখে কাকরাইল মোড়ে রাস্তা অবরোধ করে অবস্থান করছেন শিক্ষক শিক্ষার্থীরা।

এসময় শিক্ষক শিক্ষার্থীরা বলেন, আমাদের শিক্ষক ও ছাত্রদের ওপর যে হামলা চালানো হয়েছে তার বিচার করতে হবে। ঘাতক পুলিশের বিচার করতে হবে।

আহত শিক্ষক সমিতির সেক্রেটারি ড. মো. রইছ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, যমুনার সামনে যাওয়ার কোনো সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, আমার শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। আমার সহকারী প্রক্টরের উপর পুলিশ আঘাত করেছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচারণ করেছে। এর বিচার না হওয়া পর্যন্ত এখন থেকে যাওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক রেজাউল করিম বিকাল ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন। তিনি এর আগে বলেন, জবি শিক্ষক শিক্ষার্থীদের তিন দফা দাবির আন্দোলনে সবাই শান্তিপূর্ণ ভাবে আন্দোলনে ছিল। পুলিশের এ অমানবিক হামলার করার কোনো দরকার ই ছিল না।

আন্দোলনকারীদের ৩ দফা দাবি হলো-

আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে ;জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ

পরীক্ষা দিতে গিয়ে সন্তান জন্ম দিলেন হাজেরা

শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাস্তায় নামলেন শিক্ষার্থীরা

দেড় যুগ পর নিজ গ্রামের বাড়িতে গেলেন ড. ইউনূস

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল জ্যোতিরা

মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাম্য

সাংবাদিকদের হামলা করে মামলা দিলেন যুবক

জবি শিক্ষার্থীদের লং মার্চে গুরুতর আহত সাংবাদিক হাসপাতালে

বার্ষিক সাধারণ সভার তারিখ জানাল বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ

করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা হুমকিস্বরূপ : আমিনুল হক 

১০

আনচেলত্তির ব্রাজিল কোচিং স্টাফে ফিরছেন কাকা?

১১

চাকরি পাচ্ছেন সেই অটোরিকশা চালকরা

১২

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

১৩

কানাইঘাট সীমান্তে ১৬ জনকে বিএসএফের পুশইন

১৪

তালিকায় ‘ভুয়া আহত’ অন্তর্ভুক্তি / যশোরে আহত জুলাইযোদ্ধাদের অনুদানের চেক বিতরণে হট্টগোল

১৫

কমিশনারের অবৈধ শেয়ার ব্যবসার অভিযোগের ব্যাখ্যা দিল বিএসইসি

১৬

সৌদি নিয়োগকর্তাদের গাফিলতিতে মারা যাচ্ছেন বহু বাংলাদেশি শ্রমিক

১৭

অসীম-অপুর ১৪ ফ্ল্যাট ও ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

১৮

আন্দোলনের ১০ ঘণ্টা, সরকার থেকে এখনো কোনো বার্তা পায়নি জবি শিক্ষার্থীরা

১৯

আশাশুনিতে বিএনপির দলীয় সদস্য পদ নবায়ন কার্যক্রম শুরু

২০
X