কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৭:৩০ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে নজরদারিতে থাকবেন প্রাথমিক শিক্ষকরা

ফেসবুকের লোগো, ক্লাস নিচ্ছেন এক শিক্ষক। ছবি : সংগৃহীত
ফেসবুকের লোগো, ক্লাস নিচ্ছেন এক শিক্ষক। ছবি : সংগৃহীত

প্রাথমিক স্কুলের শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দিচ্ছেন- এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার এসব শিক্ষকদের ওপর নজরদারি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ মে) ‘সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ নামের একটি পুনর্গঠিত কমিটি তাদের প্রথম সভা করেছে। সভায় এই ধরনের কার্যকলাপ বন্ধে নজরদারিসহ কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সামাজিকমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং শিক্ষকদের অনলাইন কার্যকলাপের ওপর তীক্ষ্ণ নজর রাখার সিদ্ধান্ত হয়। অধিদপ্তর থেকে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

জানা গেছে, সভায় সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি পরিপত্র রয়েছে। কিছু প্রাথমিক স্কুলের কিছু শিক্ষক-কর্মচারী এমন পোস্ট, ভিডিও এবং তথ্য শেয়ার করছেন যা সরকারি নীতিমালার পরিপন্থি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এমনকি কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়ম ভেঙে ফেসবুক ও অন্য মাধ্যমে লাইভ করা, বিতর্কিত মন্তব্য করা এবং ভিডিও আপলোড করার মতো কার্যক্রমে জড়িত হচ্ছেন, যা স্পষ্টতই নির্দেশিকার লঙ্ঘন।

সভায় উল্লেখ করা হয়, একজন সহকারী ইন্সট্রাক্টর সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ট্যাগ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

সভায় কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে মনিটরিং টিম বিদ্যমান থাকলেও কার্যত তারা নিষ্ক্রিয়। এ পরিস্থিতি মোকাবিলায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং টিমগুলোর কার্যকারিতা বাড়াতে হবে। প্রতিটি পর্যায়ে ফোকাল পারসন নিয়োগ করে তাদের ই-মেইল, ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করা হবে এবং টিম সদস্যরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তথ্যের আদান-প্রদান করবেন। পাশাপাশি, সামাজিক মাধ্যমে প্রচারিত শিক্ষকদের কোনো বিতর্কিত বা নির্দেশিকা-বহির্ভূত কার্যক্রম নজরে এলে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও প্রতি দুই মাস পরপর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সভা আয়োজন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তথ্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিতে বিপুলসংখ্যক পদ ফাঁকা

দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে আজ 

০১ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী নেতারা

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

১০

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

১১

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

১২

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

১৩

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

১৪

আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

১৫

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ

১৬

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১৭

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

১৮

খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত করলেন খুলনার জেলা প্রশাসক

১৯

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

২০
X