কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৪:১৪ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

রাজধানীর মগবাজারে ছোটদের বিজ্ঞান সিরিজ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম। ছবি : কালবেলা
রাজধানীর মগবাজারে ছোটদের বিজ্ঞান সিরিজ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, আগামীর বিশ্ব হবে বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর বিশ্ব; তাই নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে আত্মনিয়োগ করতে হবে।

সোমবার (৩০ জুন) রাতে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দ্য ম্যাসেজ পাবলিকেশন্স আয়োজিত ছোটদের বিজ্ঞান সিরিজ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রব, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আব্দুল আলিম।

এ সময় মাওলানা আব্দুল হালিম বলেন, অতীতে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষা নিয়ে আমাদের নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছে। তাদের এমন ধারণা দেওয়া হয়েছে যে, ইসলাম বিজ্ঞানের প্রতিপক্ষ। কিন্তু সে বিভ্রান্তি এখন দূর হতে শুরু করেছে। আমাদের নতুন প্রজন্ম এখন আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান চর্চাও করছেন সফলভাবে। ধর্মনিরপেক্ষতাবাদী ও সেক্যুলারদের হাতে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ইসলামী শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ শহীদ আব্দুল মালেক ছিলেন বিজ্ঞানের ছাত্র। মূলত, বিজ্ঞান ও ইসলামী মূল্যবোধ কোনোভাবেই সাংঘর্ষিক নয়। তাই দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আত্মনিয়োগ করতে হবে। তিনি নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানান।

ড. আব্দুর রব বলেন, অতীতে মুসলমানই জ্ঞানবিজ্ঞান, শিক্ষা-সাহিত্য, সংস্কৃতিতে অগ্রগামী ছিলেন। মুসলমানদের জ্ঞানচর্চার পরিসর গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছিল। তারা পুরো ইউরোপকে আলোকিত করতে সক্ষম হয়েছিলেন। নানাবিধ কারণে মুসলমানরা কিছুটা পিছিয়ে পড়লেও আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী এবং মানবতার পৃথিবী। তিনি নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ বিজ্ঞান গবেষণায় আত্মনিয়োগ করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ১০ খণ্ডে ছোটদের বিজ্ঞান সিরিজ প্রকাশ দ্য ম্যাসেজ পাবলিকেশন্স একটি মূল্যবান ও প্রশংসনীয় কাজ করেছে। মূলত, একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিশু-কিশোদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। কারণ, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর বিশ্ব। তাই দেশ ও জাতিকে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে হলে এ বিষয়ে মানসম্মত ও কার্যকর গবেষণা দরকার। তিনি নৈতিক মূল্যবোধভিত্তিক প্রযুক্তিনির্ভর নতুন বাংলাদেশ গড়তে দেশের বিজ্ঞানীদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ভূমিকম্পে ঢাকায় কোন এলাকা নিরাপদ, ‘ব্লাইন্ড ফল্ট’ কোথায়

চার বছর পর ফিরল শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

চাঁদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

সমাধান ছাড়াই শেষ হলো ববি ও বিএম কলেজের আলোচনা

দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না : সেলিমুজ্জামান

১০

আটকে গেল ১৩ শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন

১১

যৌন হয়রানীর অভিযোগে মামলা করলেন শুটার রত্না

১২

মাতৃমৃত্যুর ৫৫ শতাংশই হয় প্রসব পরবর্তী ২৪ ঘণ্টায়

১৩

মজলুম থেকে জালিম হইয়েন না : আসিফ মাহমুদ

১৪

ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

১৫

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা দল

১৬

দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল / খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’

১৭

বিএনপির আরেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় বিশ্বকাপ ড্র বয়কট করছে ইরান

১৯

আরাকান আর্মির মাদক সন্ত্রাসে বিপর্যস্ত দেশ

২০
X