দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলা এবং আপিল মামলার হালনাগাদ তথ্য প্রতি মাসে নির্দিষ্ট ছকে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক মাহফুজা খাতুনের স্বাক্ষরিত এক স্মারকে এই নির্দেশনা জারি করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় তথ্য উপস্থাপনের বাধ্যবাধকতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনায় দুটি নির্দিষ্ট ছকে তথ্য প্রেরণের কথা বলা হয়েছে। ছক ‘ক’-তে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিভাগীয় মামলার যাবতীয় তথ্য, এবং ছক ‘খ’-তে শুধু সহকারী শিক্ষকদের আপিল সংক্রান্ত মামলার তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিটি ছকে মামলার মোট সংখ্যা, চলতি মাসে রুজু ও নিষ্পত্তি হওয়া মামলা, বহাল ও লঘু দণ্ড, অব্যাহতি এবং বর্তমানে অনিষ্পন্ন মামলার সংখ্যা সুস্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে।
এই নির্দেশনার অনুলিপি দেশের সব বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষকদের শৃঙ্খলা সংক্রান্ত মামলাগুলোর কার্যক্রম ও নিষ্পত্তির গতি বাড়াতেই নিয়মিত প্রতিবেদন পাঠানোর এই বিষয়টিকে অধিদপ্তর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।
মন্তব্য করুন