শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দফা 

বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৫টি এবং জেলা সদর হাসপাতালে অন্তত ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টিসহ ছয় দফা দাবি জানিয়েছে বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন।

বুধবার (২১ মে) দুপুরে সংগঠনের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি ডা. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন।

বক্তারা বলেন, একটি উপজেলার প্রায় ৪-৫ লাখ মানুষের মুখ ও দাঁতের চিকিৎসা প্রদানের জন্য আছেন মাত্র একজন সরকারি ডেন্টাল সার্জন। এমনকি জেলা সদর হাসপাতালেও একই অবস্থা। প্রারম্ভিক পদের স্বল্পতা এবং বিসিএস ডেন্টাল ক্যাডারে অন্য ক্যাডারের মতো নিয়মিত পদোন্নতির অভাবে এন্ট্রি লেভেলের পদগুলো ফাঁকা না থাকায় প্রতিটি বিসিএস এ ‘ডেন্টাল সার্জন’ পদে নিয়মিত সার্কুলার হয় না। ফলে একদিকে দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রতিবছর সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ থেকে পাস করা ৮ শতাধিক ডেন্টাল সার্জন বেকারত্বের হতাশায় ভুগছেন। দেশের জনসাধারণের জন্য মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা নিশ্চিতে ছয় দফা দাবি তুলে ধরা হলো।

১. প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৫টি এবং জেলা সদর হাসপাতালে অন্তত ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করে প্রারম্ভিক পদের সংখ্যা বাড়াতে হবে।

২. আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসসহ সব বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পথ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

৩. বিসিএস ডেন্টাল ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে চলমান সব বৈষম্য দূর করে অন্য ক্যাডারের মতো তাদের প্রাপ্য নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে।

৪. ডেন্টাল সার্জনের জন্য নির্ধারিত পদে এমবিবিএস ডাক্তারের পদায়ন বন্ধ করতে হবে।

৫. রাজশাহী, চিটাগাংসহ সকল ডেন্টাল ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করে দাঁত ও মুখের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় আনতে হবে।

৬. সর্বোপরি, মুখ ও দাঁতের চিকিৎসায় পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ‘সবার জন্য স্বাস্থ্য’ এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক ডা. হায়দার আলী খান, সহআইনবিষয়ক সম্পাদক ডা. তাশরিফ আহমেদ, ডা. নাবিলা।

এছাড়া উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা পরিষদের ডা. এটিএম সাইফুল ইসলাম, ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ, ডা. সাইফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি ডা. সজীব তরফদার, সহসভাপতি ডা. শাহরিন তরফদার, ডা. উৎপল সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাফিজ আহসান, ডা. আক্তার ইমাম আদন, সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদ, ডা. মাসুদ রানা, কোষাধ্যক্ষ ডা. আসিফুল বারী, দপ্তর সম্পাদক ডা. আল হাসান মো. বায়েজিদ, সদস্য ডা. রায়হানা নাহার, ডা. সুমির বণিক, ডা. মোজাম্মেল হক, ডা মাকসুদুর রহমান, ডা. সজিব সিনহা, ডা. খন্দকার ইমামুজ্জামান ইমন, ডা. সরোয়ার জাহান তৌহিদ, ডা. আশিক আব্দুল্লাহ, ডা. নূরে আলম, ডা. এসএম জাকারিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১০

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১১

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১২

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৩

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৪

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৫

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৬

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৭

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৮

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৯

বিরক্ত মেহজাবীন চৌধুরী

২০
X