কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দফা 

বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৫টি এবং জেলা সদর হাসপাতালে অন্তত ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টিসহ ছয় দফা দাবি জানিয়েছে বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন।

বুধবার (২১ মে) দুপুরে সংগঠনের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি ডা. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন।

বক্তারা বলেন, একটি উপজেলার প্রায় ৪-৫ লাখ মানুষের মুখ ও দাঁতের চিকিৎসা প্রদানের জন্য আছেন মাত্র একজন সরকারি ডেন্টাল সার্জন। এমনকি জেলা সদর হাসপাতালেও একই অবস্থা। প্রারম্ভিক পদের স্বল্পতা এবং বিসিএস ডেন্টাল ক্যাডারে অন্য ক্যাডারের মতো নিয়মিত পদোন্নতির অভাবে এন্ট্রি লেভেলের পদগুলো ফাঁকা না থাকায় প্রতিটি বিসিএস এ ‘ডেন্টাল সার্জন’ পদে নিয়মিত সার্কুলার হয় না। ফলে একদিকে দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রতিবছর সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ থেকে পাস করা ৮ শতাধিক ডেন্টাল সার্জন বেকারত্বের হতাশায় ভুগছেন। দেশের জনসাধারণের জন্য মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা নিশ্চিতে ছয় দফা দাবি তুলে ধরা হলো।

১. প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৫টি এবং জেলা সদর হাসপাতালে অন্তত ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করে প্রারম্ভিক পদের সংখ্যা বাড়াতে হবে।

২. আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসসহ সব বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পথ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

৩. বিসিএস ডেন্টাল ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে চলমান সব বৈষম্য দূর করে অন্য ক্যাডারের মতো তাদের প্রাপ্য নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে।

৪. ডেন্টাল সার্জনের জন্য নির্ধারিত পদে এমবিবিএস ডাক্তারের পদায়ন বন্ধ করতে হবে।

৫. রাজশাহী, চিটাগাংসহ সকল ডেন্টাল ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করে দাঁত ও মুখের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় আনতে হবে।

৬. সর্বোপরি, মুখ ও দাঁতের চিকিৎসায় পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ‘সবার জন্য স্বাস্থ্য’ এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক ডা. হায়দার আলী খান, সহআইনবিষয়ক সম্পাদক ডা. তাশরিফ আহমেদ, ডা. নাবিলা।

এছাড়া উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা পরিষদের ডা. এটিএম সাইফুল ইসলাম, ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ, ডা. সাইফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি ডা. সজীব তরফদার, সহসভাপতি ডা. শাহরিন তরফদার, ডা. উৎপল সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাফিজ আহসান, ডা. আক্তার ইমাম আদন, সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদ, ডা. মাসুদ রানা, কোষাধ্যক্ষ ডা. আসিফুল বারী, দপ্তর সম্পাদক ডা. আল হাসান মো. বায়েজিদ, সদস্য ডা. রায়হানা নাহার, ডা. সুমির বণিক, ডা. মোজাম্মেল হক, ডা মাকসুদুর রহমান, ডা. সজিব সিনহা, ডা. খন্দকার ইমামুজ্জামান ইমন, ডা. সরোয়ার জাহান তৌহিদ, ডা. আশিক আব্দুল্লাহ, ডা. নূরে আলম, ডা. এসএম জাকারিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

১০

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১১

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১২

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১৩

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৪

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৫

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৬

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৮

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৯

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

২০
X