কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

যেসব কলেজে মাস্টার্স নেই আবেদন করলে বিবেচনা করা হবে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য 

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। ছবি : কালবেলা
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, যে সকল বিষয়ে স্নাতকোত্তর নেই, সে বিষয়ে কলেজগুলোর কর্তৃপক্ষ আবেদন করলে অনুমোদন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৯ মে) মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আশ্বাস দেন।

অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজকে একটি মডেল কলেজে রূপান্তরিত করার জন্য সব প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। কলেজের ১৯৬৯ সালে স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, পুরানো কলেজটিতে এসে আমি গর্বিত বোধ করছি।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, যেমন- নতুন কারিকুলাম প্রণয়ন, ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো, উত্তরপত্র পুনঃমূল্যায়ন এবং শিক্ষক প্রশিক্ষণসহ গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরেন।

আমানুল্লাহ আশ্বাস দেন, কলেজটিতে যে সব বিষয়ে স্নাতকোত্তর নেই, সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ আবেদন করলে তিনি সেগুলো অনুমোদন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য তাদের মধ্যে কোনো ধরনের দলীয় বিভাজন না রাখার ওপর জোর দেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এইচ. এম. অলিউল্লাহ এবং উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখনো অনেক কাজ করার আছে এবং শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে ও কলেজগুলোর সার্বিক গুণগত পরিবর্তনে ব্যাপক নীতিগত পদক্ষেপ নেওয়া দরকার।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, সব সমস্যার সমাধান করে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজকে দেশের মধ্যে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর সাফল্য লাভ করবে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১০

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১১

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১২

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১৩

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১৫

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৬

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৭

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৮

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৯

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

২০
X