দেশের বিভিন্ন এলাকায় সাতটি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রাজধানীর অন্যতম বিদ্যাপীঠ সরকারি তিতুমীর কলেজও রয়েছে।
সোমবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে দেশের বিভিন্ন সরকারি কলেজে মোট ৭ অধ্যাপককে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো:
তাদের মধ্যে টাঙ্গাইলের সা'দত সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক সুব্রত কুমার সাহাকে একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলামকে সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ, বাহারুল মোহাম্মদ আবদুল বাতেনকে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, মো. ইফতেকার আলীকে ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ, মো: আবদুল হান্নান খন্দকারকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, একেএম রেজাউল করিমকে দোহারে পদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ এবং ফকির ফারুক আহম্মেদকে ঘিওর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ০২ জুলাইয়ের৩৭.০০.০০০০.০৯০,০২.০০৬.২০২৫-২২২ সংখ্যক প্রজ্ঞাপনের ০৩ নং ক্রমিকে উল্লেখিত ড. মহিউদ্দিন মো. শাহজাহান ভূঁইয়া (৭৭০৬), অধ্যাপক, প্রাণিবিদ্যা এর বদলি/পদায়ন সংক্রান্ত আদেশের সংশ্লিষ্ট অংশটুকু প্রশাসনিক কারণে বাতিল করা হলো।
এতে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তারা আগামী ০৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। বর্ণিত কর্মকর্তারা আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
মন্তব্য করুন