রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

মাকে বাঁচাতে চান রাবির সাবেক ছাত্রী

চিকিৎসাধীন লায়লা আক্তারের মা। ছবি : কালবেলা
চিকিৎসাধীন লায়লা আক্তারের মা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ছাত্রী মোছা. লায়লা আক্তারের মা মোসলেমিনার হৃৎপিণ্ডের দুটি ভাল্ব নষ্ট। এর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় সাত লাখ টাকা। এ টাকা পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়৷ তাই মাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন লায়লা আক্তার।

তাদের বাড়ি নীলফামারির সৈয়দপুর উপজেলার পূর্ব বেলপুকুর পাকাধারা গ্রামে। ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্রী লায়লা আক্তার জানান, দীর্ঘদিন ধরে তার মা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রাথমিকভাবে তারা ভেবে আসছিলেন এটা হয়তো ঠান্ডা বা শ্বাস কষ্টের সমস্যা। কিন্তু চলতি বছরের জুলাই মাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. হাসানুল ইসলাম পরীক্ষা করে জানান, মোসলেমিনার হৃৎপিণ্ডের দুটি ভাল্ব সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অতি দ্রুতই তাকে অপারেশন করা লাগবে।

এরপর মোসলেমিনার পরিবার তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডা. কামরুল ইসলাম তালুকদারকে দেখালে তিনিও অপারেশন করার পরামর্শ দেন। কিন্তু অপারেশনের বিকল্প উপায় খুঁজতে পর দিন একই হাসপাতালের মেডিসিন কার্ডিওলজিস্ট মীর নিসারুদ্দীন আহম্মেদকে দেখালে তিনি ওষুধ দেন। সঙ্গে বলে দেন, যত দ্রুত সম্ভব তাকে অপারেশন করাতে হবে। এরপর বাসায় এসে নিয়মিত ওষুধ খেতে থাকেন মোসলেমিনা।

কিন্তু গত মাসে খুবই অসুস্থ হওয়ায় ডাক্তারের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন ভর্তি রাখা হয়। সেখানে কার্ডিওলজি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হরিপদ সরকার ও রবীন্দ্র নাথ বর্মন জানান, তাকে অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নেই। দরিদ্র এ পরিবারের কপালে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। অপারেশনের ব্যয় শুনে ধরেই নিয়েছিলেন তিল তিল করে মৃত্যুর দিকে এগোনোই যেন তাদের ভবিতব্য।

মাকে বাঁচাতে তাই সাহায্যের আবেদন জানিয়েছেন সন্তানরা। এখন পর্যন্ত এক লাখ টাকা সাহায্য পেয়েছেন তারা।

লায়লা আক্তার বলেন, ‘সংসারে একমাত্র উপার্জনক্ষম আমার বাবা কয়েক বছর ধরে ডিমেনশিয়া রোগে আক্রান্ত। দুই বার স্ট্রোক করে শারীরিক কার্যক্ষমতা হারিয়েছেন বাবা। পাঁচ বোনের মধ্যে আমি বহু কষ্টে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছি। কিন্তু মায়ের হার্টের ভাল্ব নষ্টের বিষয়টি ধরা পড়ার পর অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে আমরা দিশাহিন হয়ে পড়েছি। মাকে বাঁচাতে সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব মশা দিবস / মশা দমনে সচেতনতাই আনবে কাঙ্ক্ষিত সফলতা

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

সিজিএসের সংলাপে বক্তারা / রাজউক দুর্নীতিমুক্ত না হলে ঢাকা বাঁচবে না

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা

বিয়ের পর স্বাস্থ্য ও ভুঁড়ি বাড়ে কেন? যা বলছেন পুষ্টিবিদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকছেন যারা

ছাগল হত্যার অভিযোগে যুবক কারাগারে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেও আবেদন

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি ইস্যুতে হেফাজতের বিবৃতি 

১০

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস

১১

পাকিস্তানি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন বাংলাদেশি চিকিৎসক

১২

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান

১৩

রহস্যময় ছবির পাশে লেখা ‘আম্মু-আব্বু আমারে মাফ করে দিও’

১৪

এবার এনবিআরের ৩ কর্মকর্তাকে বদলি

১৫

পানি উঠেছে অমিতাভ বচ্চনের বাংলোতে 

১৬

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

১৭

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

১৮

বিরোধিতার গন্ধ পেলেই মিলবে না মার্কিন ভিসা

১৯

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

২০
X