কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ এএম
অনলাইন সংস্করণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কালবেলায় গত ২৪ ডিসেম্বর প্রকাশিত ‘বেগম রোকেয়ায় শিক্ষক নিয়োগে অনিয়ম’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সংবাদটি বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর নয়। কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করা হয়েছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো একটি প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদটিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। এ নিয়োগ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নিয়ম মেনে ও ইউজিসির অনাপত্তিপত্র নিয়েই নিয়োগ বোর্ড বসানো ও সিন্ডিকেটের অনুমোদনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সংবাদে বলা হয়, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান ইউজিসিতে এ বিষয়টি নিয়ে অভিযোগ করেন। উল্লেখ্য, ইউজিসিও ওই শিক্ষকের অভিযোগটি যথাযথ হয়নি বলে আরেকটি ফিরতি চিঠিতে জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী স্বাক্ষরিত ওই প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সংবাদে বলা হয়েছে সিন্ডিকেটের সিদ্ধান্ত পাশ না হলে তা রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা, কিন্তু সিন্ডিকেটে ওই নিয়োগ পাশ হয়নি এ তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। সিন্ডিকেটের সদস্যদের মতামতের ভিত্তিতে ওই নিয়োগসহ আরও (লোকপ্রশাসন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব) নিয়োগ আবারও বাছাই বোর্ড করার সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী পুনরায় বাছাই বোর্ড হয়ে আবার সিন্ডিকেটে উত্থাপিত হলে সে সকল নিয়োগগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই অনুমোদিত হয়। তাই অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তা অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে অভিযোগ করা হয়েছে, এতে বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ এর ২৩ এবং ৩৯ ধারা অনুসরণে সিন্ডিকেট সভায় বিস্তারিত পর্যালোচনা শেষে এই মর্মে সিদ্ধান্ত হয় যে, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গত ১৩ জুলাই ২০২৩ তারিখে অনুষ্ঠিত লোকপ্রশাসন বিভাগের শিক্ষক (অধ্যাপক/সহযোগী অধ্যাপক) নিয়োগ বাছাই বোর্ডের সুপরিশ সভায় পর্যালোচনান্তে পুনরায় উক্ত নিয়োগ বাছাই বোর্ডে প্রেরণ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়’। যেহেতু সিন্ডিকেট সভা ও নিয়োগ বাছাই বোর্ডে মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি নিযুক্ত রয়েছেন; সেহেতু সিন্ডিকেট সভা বিষয়টি নিয়োগ বাছাই বোর্ডে পুনরায় প্রেরণ করা সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে পুনরায় নিয়োগ বাছাই বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। নিয়োগ বাছাই বোর্ডে দুজন প্রার্থী অংশগ্রহণ করেন। এরপর বাছাই বোর্ডের সুপারিশক্রমে গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদকে উক্ত পদে নিয়োগ প্রদান করা হয়।

সংবাদটিতে বলা হয় আসাদুজ্জামান মন্ডলকে যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়োগের সুপারিশ করা হয়, এ তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, নিয়োগ বাছাই বোর্ড প্রার্থীকে দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে নিয়োগের সুপারিশ করে থাকে। প্রকৃতপক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হয়। মো. আসাদুজ্জামান মন্ডল আসাদ নিয়োগের সকল শর্ত পূরণ করায় নিয়োগ বাছাই বোর্ড তাকে নিয়োগের সুপারিশ করে এবং সিন্ডিকেট সে সিদ্ধান্ত অনুমোদন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

যশোরে চিকিৎসাধীন বিএনপি নেতার মৃত্যু

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

রাজধানীতে আজ কোথায় কী

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

টিভিতে আজকের যত খেলা

১০

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

১১

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

১২

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১৩

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৪

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

১৬

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

১৭

এক ইলিশ ১০ হাজার টাকা

১৮

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

১৯

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

২০
X