ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০২:৪৩ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বয়সসীমা বৃদ্ধির দাবিতে সার্টিফিকেট ছিঁড়লেন চাকরিপ্রার্থীরা

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি দাবিতে সমাবেশ করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদ।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি দাবিতে সমাবেশ করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদ।

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি, অবসরে বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স স্থাপনের দাবিতে এক সমাবেশ করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদ।

শনিবার (১০ জুন) রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সার্টিফিকেট ছিঁড়ে প্রতিবাদ জানায় বেকার চাকরিপ্রার্থীরা।

সমাবেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় সানারুল হক সনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের আন্দোলনের ফলপ্রসূ রেজাল্ট আসছে না। সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানো হলেও চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা বাড়ানো হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমন্বয় করে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে গড় আয়ুর বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে কেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা হবে না। একটি রাষ্ট্রে কেন কয়েক ধরনের নিয়ম থাকবে। আমাদের সংবিধানও বলা হয়েছে সবার জন্য সমান অধিকার থাকবে। কিন্তু এখানে আমাদের সমান অধিকার কোথায়।

তিনি বলেন, আমাদের দেশে যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, লোডশেডিংয়ের কথা বলা হয় তখন অনেকে বলেন আপনারা উন্নত বিশ্বের দিকে তাকান। কিন্তু যখন বয়স বৃদ্ধির কথা বলা হয় তখন তারা অন্ধ হয়ে যান। কাঠের চশমা পড়েন।

আপনারা কাঠের চশমা পড়ে থাকবেন না। যুবসমাজ আপনাদের ওই কাঠের চশমা খুলে নিবে। আপনারা আমাদের দাবি মেনে নিন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

আন্দোলনকারী চাকরিপ্রার্থী উর্মী সিদ্দিকা বলেন, আমাদের এ সময়ে পড়ার টেবিলে বসার কথা ছিল। কিন্তু আমরা বাঁচার লড়াই করছি। আমাদের প্রধানমন্ত্রী যখন ১৯৯৬ সালে ক্ষমতায় আসেন, তখন তার বয়স ছিল ৪৯ বছর বয়স। কিন্তু আমাদের এখনো ৪৯ বছর হয়নি। তিনি যদি এত বছর বয়স নিয়ে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে আমরা কী সামান্য চাকরির দায়িত্ব পালন করতে পারব না কেনো? আমরা তো রাষ্ট্রের দায়িত্ব নিতে আসিনি। কিছুদিন আগে রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন। তিনি যদি ৭৩ বছর বয়সে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন তাহলে আমরা কেন দায়িত্ব পালন করতে পারব না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ২৪ বছরে একজন শিক্ষার্থী অনার্স শেষ করতে পারে। কিন্তু আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি তো শেষ করতে পারিনি। আমরা সেশনজটের কারণে আমার ২৭ বছর লেগেছে‌। আবার করোনার কারণে দুই বছর নষ্ট হয়েছে। আমি কীভাবে চাকরির প্রস্তুতি নিব।

মুক্তা সুলতানার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছুদিন আগে সার্টিফিকেট পুড়িয়ে একজনকে চাকরি দেওয়া হলো আন্দোলন দমিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা দমে যাব না। আমরা অধিকার আদায়ে এখানে এসেছি। মুক্তা সুলতানা কোনো চাকরি চায়নি। আপনি একজন মুক্তা সুলতানার কথা শুনেছেন। আমাদের গল্পও শুনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসমুদ্রে পরিণত ঢাকার ৩০০ ফিট এলাকা

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় তারেক রহমান

আমি সবকিছু স্তব্ধ হয়ে দেখেছি: শুভশ্রী

মারা গেলেন সেই বিএনপি নেতার আরেক মেয়ে

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

বিমানবন্দরে লাল-সবুজের বুলেটপ্রুফ বাস 

কেটি পেরির প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আরও ২ ধর্ষণের অভিযোগ

দেশে ফিরে ইতিহাস গড়া চার বিশ্বনেতা

শাহজালাল বিমানবন্দরে মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্যরা

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

১০

তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা

১১

দেশের ৫৫ বছরের ইতিহাসে আজ অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে : সালাহউদ্দিন

১২

যুদ্ধবিরতি সত্ত্বেও আলেপ্পোতে টানটান পরিস্থিতি

১৩

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান

১৪

রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

১৫

সিলেট পৌঁছালেন তারেক রহমান

১৬

ন্যান্সির কণ্ঠে গান ‘নেতা আসছে’

১৭

বাংলাদেশের আকাশসীমায় ঢুকে তারেক রহমানের স্ট্যাটাস 

১৮

দেশের আকাশ সীমানায় ঢুকল তারেক রহমানকে বহনকারী বিমান

১৯

বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি

২০
X