বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সিনেমার শুটিংয়ে তার যাওয়ার কথা ছিল স্কটল্যান্ডে। কিন্তু যুক্তরাজ্য সরকার তার ভিসা বাতিল করেছে। যার কারণে তিনি অজয় দেবগন অভিনীত ‘সন অব সর্দার-টু’ সিনেমা থেকে বাদ পড়েছেন। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস
গণমাধ্যমটির তথ্য মতে। স্কটল্যান্ড যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ হওয়ায় তিনি শুটিংয়ে অংশ নিতে পারেননি।
এই নায়কের বিরুদ্ধে ভারতে ১৯৯৩ সালে অবৈধ অস্ত্র মামলায় সাব্যস্ত হওয়ায় ভিসা দিতে নারাজ যুক্তরাজ্য সরকার। এ ঘটনায় ‘সন অব সর্দার-টু’ সিনেমার সঞ্জয়ের পরিবর্তে রবি কিষণকে কাস্ট করা হয় ভিলেনের চরিত্রে। এবার পুরো বিষয়টির সমালোচনা করলেন সঞ্জয়।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। তিনি বলেন ‘আমি একটি জিনিস জানি যে, যুক্তরাজ্য সরকার সঠিক কাজটি করেনি। ভিসার জন্য আমি তাদের সবকিছুই নিয়ম অনুযায়ী করেছি। সবকিছু ঠিক ছিল। তারপর এক মাস পর আমার ভিসা বাতিল করে দিল! আমি যুক্তরাজ্য সরকারকে সব কাগজপত্র এবং প্রয়োজনীয় সবকিছু দিয়েছি। তাহলে প্রাথমিকভাবে আমাকে ভিসা দিল কেন?’
হুট করেই ভিসা না দাওয়ায় চিন্তায় পড়েছেন এই অভিনেতা। কারণ তার হাতে এখন বেশকিছু সিনেমা রয়েছে। যেসবের বেশিরভাগের শুটিং যুক্তরাজ্যে।
মন্তব্য করুন