

বলিউডের ‘ধক ধক গার্ল’ খ্যাত মাধুরী দীক্ষিতকে সাধারণত রোমান্টিক, গ্ল্যামারাস কিংবা মমতাময়ী চরিত্রেই দেখে অভ্যস্ত দর্শকরা। কিন্তু এবার তিনি ফিরছেন সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ংকর এক রূপে। অরিজিনাল সিরিজ ‘মিসেস দেশপান্ডে’-র মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করছেন তিনি, যেখানে তাকে দেখা যাবে এক কুখ্যাত সিরিয়াল কিলারের ভূমিকায়।
বুধবার (১৯ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিরিজটির টিজার শেয়ার করে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন মাধুরী। মাত্র ২০ সেকেন্ডের সেই টিজারে দেখা মিলেছে এমন এক টুইস্টের, যা কেউ কল্পনাও করেনি।
টিজারে মাধুরীর ভোলবদল ভিডিওর শুরুতে দেখা যায়, মাধুরী ধীরে ধীরে তার গয়না ও মেকআপ খুলছেন। ঠিক তখনই দৃশ্যটি কাট হয়ে গিয়ে দেখা যায় সম্পূর্ণ অন্য এক রূপ—পরনে কারাগারের পোশাক, মুখে রহস্যময় চাহনি ও ঠোঁটে লেগে আছে হালকা হাসি। টিজারেই স্পষ্ট, মাধুরীর ক্যারিয়ারের অন্যতম অন্ধকারাচ্ছন্ন বা ‘ডার্ক’ চরিত্র হতে যাচ্ছে এটি।
এর আগে একইদিন সকালে মাধুরী ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন। যেখানে তার জনপ্রিয় গান ‘এক দো তিন’, ‘ভোলি সি সুরত’-এর কথাগুলো নতুনভাবে সাজিয়ে ‘কামিং সুন’ ক্যাপশন দেওয়া হয়েছিল, যা ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়।
ফরাসি থ্রিলার থেকে অনুপ্রাণিত জানা গেছে, নাগেশ কুকুনুর পরিচালিত ‘মিসেস দেশপান্ডে’ নির্মিত হয়েছে জনপ্রিয় ফরাসি থ্রিলার ‘লা মান্তে’-র অফিশিয়াল রিমেক হিসেবে। মূল গল্পে দেখা যায়, এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার তার অনুকরণকারী খুনিকে ধরতে পুলিশকে সাহায্য করার প্রস্তাব দেয়, তবে শর্ত থাকে—সে শুধু তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গেই কাজ করবে। এই অস্বস্তিকর সহযোগিতাই গল্পে তৈরি করে টানটান নাটকীয়তা।
আইফা অ্যাওয়ার্ডসে হাজির হয়ে সিরিজটি নিয়ে মাধুরী বলেছিলেন, “ইচ্ছে করে কিছু আলাদা করার চেষ্টা ছিল না। চরিত্রটি আমার কাছে আসে, আর আমি ভেবেছিলাম—এটা এমন কিছু যা করতে চাই, কারণ এটি আমার এক ভিন্ন দিককে স্পর্শ করে। আমি ভীষণভাবে মুখিয়ে আছি।”
মাধুরী দীক্ষিতকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’-তে। এ ছাড়া চলতি মাসে কানাডায় একটি কনসার্টে অংশ নিতে গিয়ে তুমুল সমালোচনার মুখেও পড়েছিলেন এই অভিনেত্রী। তবে সব বিতর্ক ছাপিয়ে এখন ভক্তদের অপেক্ষা তার এই নতুন ‘বিধ্বংসী’ রূপ দেখার।
মন্তব্য করুন