এ বছরের শুরুতেই মুক্তি পায় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সিনেমা ম্যারি ক্রিসমাস। তেলেগু সুপারস্টার বিজয় সেতুপতির বিপরীতে তার অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। এবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের এই টাইগার গার্ল। সিনেমার নাম এখনো ঠিক হয়নি। সিনেমাটি পরিচালনা করবেন বলিউডের তারকা কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডি’সুজা। খবর : ফিল্মিবিট
কমেডি, ড্রামা ও ড্যান্স ধাঁচে নির্মাণ করা হবে ক্যাটের নতুন সিনেমার গল্প। এটি হতে যাচ্ছে ভারতীয় ইতিহাসে সর্বোচ্চ বাজেটের ড্যান্স ছবি। নির্মাতার পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হয়েছে।
ক্যাটের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানকে। তিনি এর আগে রেমোর পরিচালনায় স্ট্রিট ড্যান্সার থ্রিডি শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন। তবে রেমোর সঙ্গে ক্যাটরিনা কাইফের এটি হতে যাচ্ছে প্রথম কাজ।
মন্তব্য করুন