সিনেমা নির্মাণ করেছেন অভিনেতা সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। ‘গোয়িং হোম’ নামে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাবা-ছেলেকে। সংবাদমাধ্যমে মাশরুর জানান, সিনেমা তৈরির ক্ষেত্রে অভিনয়শিল্পীর খ্যাতিকে প্রাধান্য দেন না তিনি। গল্পের মারপ্যাঁচেই চরিত্রের জন্ম হয় বলে মত দিয়েছেন এই নির্মাতা। তাই পুরো স্ক্রিপ্ট হয়ে যাওয়ার পর তিনি বিবেচনা করেন—কে কোন চরিত্রের জন্য উপযুক্ত। সে পরিপ্রেক্ষিতেই নিজের সিনেমায় বাবাকে নিয়েছেন সন্তান। জানা গেছে, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সোহেল রানা।
নির্মাতা আরও জানান, কিছুদিন আগে তার বাবা ও মা অসুস্থ ছিলেন। সেটি নিয়ে অনেক ধকল গেছে। এখন দুজনেই ভালো আছেন। তাই সিনেমাটি মুক্তি দিতে চাইছেন মাশরুর। তবে ঈদে মুক্তি দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন এই নির্মাতা। কারণ, এতে হল পাওয়া নিয়ে বিশৃঙ্খলা তৈরি হবে। তাই ঈদের দুসপ্তাহ পর সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে তার। ‘গোয়িং হোম’ ছবিতে আরও অভিনয় করেছেন সরাত জাহান জেরি, ফাহিম ফারুক প্রমুখ।
মন্তব্য করুন