নতুন সিনেমা নিয়ে আসছেন ঢালিউড নায়ক জায়েদ খান। নাম ছায়াবাজ। এতে তার সঙ্গে সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি।
প্রথম দিকে জায়েদ খান জানিয়েছিলেন, এ সিনেমায় সায়ন্তিকা থাকবেন না। তবে গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে জায়েদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুটিংস্পট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে সায়ন্তিকাকে দেখা যায়।
এর আগে বুধবার সকালে ঢাকায় আসেন সায়ন্তিকা। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জায়েদ খান। এরপর ওই দিন দুপুরেই তাকে নিয়ে কক্সবাজারে উড়াল দেন তিনি।
ছায়াবাজ সিনেমা নির্মাণ করছেন তাজু কামরুল। সিনেমাটি বাংলাদেশের একক প্রযোজনায় নির্মিত হবে।
তবে এবারই প্রথম নয়, এর আগেও ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গেছে সায়ন্তিকাকে। শাকিব খানের সঙ্গে ‘নাকাব’ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল।
মন্তব্য করুন