বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:৩৭ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পাইরেসি নিয়ে শাকিবের কড়া বার্তা

শাকিব
চিত্রনায়ক শাকিব খান। ছবি: সংগৃহীত

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মোট ছয়টি সিনেমা মুক্তি পায়। যার মধ্যে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ছিল সবচেয়ে আলোচনায়। সেই আলোচনা আরও তীব্র হয় যখন ছবিটি পাইরেসির শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিয়ে কড়া বার্তা দিলেন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক শাকিব খান। তিনি জানান, দেশের সিনেমা ধ্বংস করে দিতেই একটি কুচক্রী মহল বারবার এ ধরনের ক্ষতি করে যাচ্ছে।

শাকিব খান বলেন, ‘বাংলা সিনেমা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। দেশের পাশাপাশি বিদেশেও আমাদের সিনেমার দর্শক বৃদ্ধি পাচ্ছে। সেই অবস্থান নষ্ট করে দিতে একটি চক্র ইন্ডাস্ট্রির পেছনে লেগে আছে এবং যে সিনেমাগুলো ভালো চলছে, সেগুলোকে টার্গেট করে পাইরেসি করে দিচ্ছে। এর ফলে ঈদুল ফিতরে আমার ‘বরবাদ’ সিনেমাটি আর্থিক ক্ষতির মুখে পড়ে। এবার ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও একই কাজ হয়েছে, তবে এবারেরটা আরও ভয়ানক। পুরো এইচডি সংস্করণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তবে হতাশ হওয়ার কিছু নেই। পাইরেসির পর প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি আরও বেড়েছে। এজন্য আমি দেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই। কারণ পাইরেসি হওয়ার পরও তারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন। এখনো আমাদের সিনেমাটি হাউসফুল যাচ্ছে।”

তিনি আরও বলেন, “এটা দর্শকদের এক ধরনের সংগ্রাম। সিনেমা বাঁচাতে প্রত্যেক মানুষকে সোচ্চার হয়ে এই পাইরেসির বিরুদ্ধে দাঁড়াতে হবে।” এ সময় শাকিব দেশ এগিয়ে যাওয়ায় সংস্কৃতির যে ভূমিকা তা উল্লেখ করে আরও বলেন, “যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়, সেই জাতিই সবচেয়ে উন্নত হয়। আমাদের সিনেমা ও কৃষ্টি-কালচার যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। এটা শুধু সিনেমার বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র।”

রোববার সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে এসব কথা বলেন শাকিব।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। একটি চরিত্রের নাম ‘স্বাধীন’ এবং অন্যটির নাম ‘মিখাইল’। দুটি চরিত্রই সিনেমায় দারুণ প্রভাব ফেলেছে।

শাকিব খান ছাড়াও ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘর আছে মানুষ নেই, আশ্রয়ণ প্রকল্প যেন ‘ভূতের বাড়ি’

টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

সকালে পরোটা খাবেন কি?

বিপাকে বরুণ ধাওয়ান

বিবেকের আপসোস!

জেন-জি বিক্ষোভে আরেক দেশে সরকার পতন

দুর্গাপূজায় যার সঙ্গে এনা

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু আজ

শিশুর খাবার নিয়ে যত ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

জন্মদিনে কার কাছ থেকে বিশেষ উপহার পেলেন রণবীর?

১০

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১১

সাকিবকে নিয়ে চূড়ান্ত ‘সিদ্ধান্ত’ জানালেন ক্রীড়া উপদেষ্টা

১২

দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ আজ

১৩

ইসলামে নারীবিষয়ক বৈশ্বিক সম্মেলনে নেতৃত্বে দেবে বাংলাদেশ ও তুরস্ক

১৪

ইলিশ ধরায় নিষেধাজ্ঞার খবরে উপকূলে অস্থিরতা

১৫

পাকিস্তানে সেনা অভিযানে কীভাবে নিহত হলেন বাংলাদেশি তরুণ

১৬

মহাষ্টমীতে আজ কুমারী পূজা

১৭

আসছে টেইলর সুইফটের নতুন অ্যালবাম

১৮

জিটিওকে সাক্ষাৎকার / বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই : ড. ইউনূস

১৯

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

২০
X