বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান!

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। গুঞ্জন ছড়িয়ে পড়েছে, আগামী বছরের ঈদুল ফিতরের একটি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন তিন কোটি টাকা! যদি এই খবর সত্যি হয়, তাহলে এটি দেশের চলচ্চিত্রে কোনো নায়কের পারিশ্রমিকের নতুন রেকর্ড তৈরি করবে, যা অন্য কোনো শিল্পীর পারিশ্রমিকের ধারেকাছেও নেই।

১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া শাকিব খান দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে প্রমাণ করেছেন বারবার। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের পর তার জনপ্রিয়তা আরও তুঙ্গে ওঠে। এর আগে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তবে ‘বরবাদ’ চলচ্চিত্রে তার পারিশ্রমিক নিয়েও চাপা গুঞ্জন ছিল, যা প্রকাশ্যে আসেনি।

যে সিনেমাটির জন্য শাকিব খানের তিন কোটি টাকা পারিশ্রমিকের কথা শোনা যাচ্ছে, সেটির নির্মাতা আবু হায়াত মাহমুদ অবশ্য এই খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি শাকিব খানকে নিয়ে কাজ করার উচ্ছ্বাস প্রকাশ করলেও পারিশ্রমিকের বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন।

তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে ভিন্ন কথা। তাদের দাবি, এই ঢালিউড সুপারস্টার সত্যিই আসন্ন সিনেমার জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এর মধ্যে দুই কোটি টাকা নাকি সাইনিং মানি হিসেবে নগদ গ্রহণ করেছেন। বাকি টাকাও ব্যাংক অ্যাকাউন্ট বা নগদে পরিশোধ করা হতে পারে। তাহলে কেন নির্মাতা এই বিষয়টি অস্বীকার করছেন? সূত্র বলছে, এটি কৌশলগত কারণেই গোপন রাখা হচ্ছে।

আরেকটি গুঞ্জন ছিল যে, আগামী অক্টোবর থেকে মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন একটি সিনেমায় শাকিব খানের কাজ করার কথা ছিল। তবে ‘বরবাদ’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার, যিনি এই নতুন সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল, তিনি নাকি নায়কের বেশি পারিশ্রমিকের কারণে প্রযোজনা থেকে সরে আসার কথা ভাবছিলেন। যদিও শাহরিন আক্তার এই বিষয়টি অস্বীকার করেছেন।

শাকিবের ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, প্রতি দুই ঈদের জন্যই এই অভিনেতার কাছে অসংখ্য সিনেমার প্রস্তাব আসে এবং বেশিরভাগ সিনেমাই ঈদকে লক্ষ্য করে নির্মিত হয়।

বর্তমানে ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। নির্মাতা আবু হায়াত মাহমুদ এই সুপারস্টারকে নিয়ে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন এবং কাজটি ভালোভাবে শেষ করার জন্য সবার দোয়া চেয়েছেন।

গত কয়েক বছরে শাকিব খানের ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, ‘বরবাদ’ এবং সর্বশেষ ‘তাণ্ডব’- এই ছবিগুলো তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং প্রতিটি ছবিতেই তিনি নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। এখন দেখার বিষয়, তিন কোটি টাকার পারিশ্রমিকের এই গুঞ্জন কতটা সত্যি হয় এবং এর প্রভাব ঢাকাই চলচ্চিত্রে কেমন পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১০

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১১

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১২

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৩

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৪

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৫

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৬

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৭

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৮

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

১৯

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

২০
X