

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবিতে যুক্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। আসন্ন এই ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসতে চলেছে শাকিব-ফারিণের নতুন রসায়ন।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে একটি ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা , আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন।
ক্যাপশনে আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারুণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’
প্রকাশিত ছবিতে, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দি থেকে নজরে আসেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পরে নিজের সামাজিক মাধ্যমে পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘হৃদয় ভরে গেছে , আমি প্রিন্সের জন্য প্রস্তুত।’
‘প্রিন্স’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের ঘোষণা দেওয়া হলেও শাকিরের বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে ফারিণ থাকছেন কি না, এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
আবু হায়াত মাহমুদের পরিচালনায়, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই সিনোমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
মন্তব্য করুন