

আধুনিক জীবনে সকালে ঘুম ভাঙা থেকে রাতের শেষ মুহূর্ত, সবকিছুই যেন স্মার্টফোনের ওপর নির্ভরশীল। আর এই স্মার্টফোনের প্রাণ হলো চার্জার। কিন্তু কখনো কি খেয়াল করেছেন, প্রতিদিন হাতে নেওয়া এই চার্জারের রঙ প্রায় সবসময়ই সাদা? বড় ব্র্যান্ড থেকে ছোট মোবাইল কোম্পানিও একই রঙ ব্যবহার করে যাচ্ছে বছরের পর বছর। প্রশ্ন জাগে, দুনিয়া বদলাল, প্রযুক্তি বদলাল, কিন্তু চার্জারের রঙ কেন বদলাল না? কেনই বা সাদা রঙ চার্জারের ক্ষেত্রে যেন এক অঘোষিত বৈশ্বিক নিয়ম হয়ে গেছে?
টেক বিশ্লেষকদের মতে, এর পেছনে রয়েছে ব্যবহারকারীর মনস্তত্ত্ব, শিল্পের বাস্তবতা, উৎপাদন খরচ, নিরাপত্তা এবং তাপ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কারণ। চলুন, বিশেষজ্ঞদের ভাষায় অধিকাংশ চার্জার সাদা হওয়ার রহস্য জেনে নিই-
প্রিমিয়াম লুক ও ব্যবহারকারীর মনস্তত্ত্ব
সাদা রঙকে পরিচ্ছন্নতা, সরলতা ও প্রিমিয়াম লুকের প্রতীক ধরা হয়। দূর থেকেও সাদা চার্জার নতুন ও আকর্ষণীয় দেখায়, যা ব্যবহারকারীর মনে ইতিবাচক প্রভাব ফেলে। টেক দুনিয়ার অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান অ্যাপল শুরু থেকেই সাদা চার্জার ও কেবলের ওপর জোর দিয়েছে। ফলে অন্য ব্র্যান্ডগুলোও সেই পথ অনুসরণ করছে। ধীরে ধীরে এটি শিল্পের একটি স্ট্যান্ডার্ড হয়ে উঠেছে।
নিরাপত্তা শনাক্তকরণ সহজ
সাদা রঙে ক্ষত, আঁচড় কিংবা পোড়া দাগ খুব সহজেই চোখে পড়ে। ফলে ব্যবহারকারী দ্রুত বুঝতে পারেন চার্জারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না। এটি একধরনের নিরাপত্তা সতর্কতাও বটে। অন্যদিকে কালো বা গাঢ় রঙের চার্জারে একই দাগ এতটা চোখে পড়ে না, যা ঝুঁকি তৈরি করতে পারে।
উৎপাদন খরচ কম
উৎপাদন খরচও একটি বড় কারণ। সাদা প্লাস্টিক তৈরি করা সহজ এবং সস্তা। অতিরিক্ত রঙের প্রয়োজন না থাকায় কোম্পানিগুলোর জন্য সাদা চার্জার বানানো সাশ্রয়ী হয়ে ওঠে।
তাপ শোষণ কম, আয়ু বেশি
বিশেষজ্ঞরা জানান, সাদা রঙ তুলনামূলকভাবে কম তাপ শোষণ করে। চার্জিংয়ের সময় চার্জারে যে তাপ তৈরি হয়, সাদা রঙ তা কিছুটা প্রতিফলিত করে। ফলে চার্জার তুলনামূলক ঠান্ডা থাকে এবং এর আয়ু বাড়ে। এই দিকটিও সাদা রঙকে বেশ গ্রহণযোগ্য করেছে।
ব্র্যান্ডিং ও বাজার-মনস্তত্ত্ব
মার্কেটিংয়ের দিক থেকেও সাদা রঙকে শান্তি, সরলতা, বিশ্বাসযোগ্যতা ও নির্ভরতার প্রতীক হিসেবে দেখা হয়। অ্যাপল তা সফলভাবে ব্যবহার করে শিল্পে ট্রেন্ড তৈরি করেছে, আর সেই ধারাই আজও চলছে।
তবে কালো চার্জার খারাপ নয়
অনেকেই ভাবতে পারেন, সাদা রঙ বেশি ব্যবহৃত মানে কি কালো বা অন্য রঙের চার্জার নিম্নমানের? আসলে তা নয়। বর্তমানে বেশ কয়েকটি ব্র্যান্ড ডিজাইনে নতুনত্ব আনার জন্য কালো বা ভিন্ন রঙের চার্জারও বাজারে আনছে। তবে সর্বজনীনতা, নিরাপত্তা, সাশ্রয় আর প্রিমিয়াম লুক— সব মিলিয়ে এখনো চার্জারের ক্ষেত্রে সাদা রঙই সবচেয়ে জনপ্রিয়।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য করুন