

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৩৩ আসনে দলের প্রাথমিক আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে গণফোরাম। ঘোষিত তালিকা অনুযায়ী, দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা-৬, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান মাগুরা-১ আসন থেকে ভোট করবেন।
শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, দলের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট আলতাফ হোসেন ঢাকা-৫, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, মোশতাক আহমেদ কুমিল্লা-৩, অ্যাডভোকেট সেলিম আকবর চাঁদপুর-৩, অ্যাডভোকেট সুরাইয়া বেগম বরগুনা-২, অ্যাডভোকেট আনসার খান সিলেট-১, আব্দুল হাসিব চৌধুরী হবিগঞ্জ-৩, রতন ব্যানার্জী চট্টগ্রাম-৫, অ্যাডভোকেট আবদুল হাফিজ ঝিনাইদহ-২, অ্যাডভোকেট হিরন কুমার দাস বরিশাল-৬, গোলাম হোসেন আবাব সুনামগঞ্জ-৩; উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ মৌলভীবাজার-১, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু পটুয়াখালী-৩ আসন থেকে লড়বেন।
সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা আজকে ১৩৩ জনের নাম প্রকাশ করলাম। বাকিগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেব। আজকে যাদের নাম নেই, তারা আগামী পর্যায়ে সুযোগ পাবেন। এটা একটা আংশিক তালিকা, প্রাথমিক তালিকা। এখান থেকে অনেকে বাদও যেতে পারেন, আবার অনেকে নতুন করে যুক্তও হতে পারেন।’
গণফোরাম বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র দল। নির্বাচন সামনে রেখে প্রধান শরিকের চাওয়া অনুযায়ী, দলটি ইতোমধ্যে তাদের ১৬ জনের প্রার্থী তালিকা বিএনপির কাছে জমা দিয়েছে। সেখানেও সুব্রত চৌধুরীর জন্য ঢাকা-৬ এবং ডা. মিজানুর রহমানের জন্য মাগুরা-১ আসন চাওয়া হয়েছে। তবে এ দুটি আসনেই ইতোমধ্যে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি।
ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন এবং মাগুরা-১ আসনে মো. মনোয়ার হোসেনকে প্রার্থী করেছে দলটি। তবে ঢাকা-৭ আসনসহ ঢাকায় কয়েকটি আসন খালি রাখা হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনে গণফোরামকে ৭টি আসন ছেড়েছিল বিএনপি। তার মধ্যে ঢাকা-৬ থেকে সুব্রত চৌধুরী এবং ঢাকা-৭ থেকে মোস্তফা মোহসীন মন্টু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
পুরো তালিকা
মন্তব্য করুন