আহসান হাবীব
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০২:৪৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিব’ সিনেমা নিয়ে বাংলাদেশে আসতে পারা আমার সৌভাগ্য : শান্তনু

সংগীত পরিচালক শান্তনু মৈত্র। ছবি : সংগৃহীত
সংগীত পরিচালক শান্তনু মৈত্র। ছবি : সংগৃহীত

ভারতীয় সংগীত পরিচালক শান্তনু মৈত্র। তার ওপরেই ছিল ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার সংগীত পরিচালনার ভার। এ চলচ্চিত্রের ‘অচিন মাঝি’ গানটি ইতোমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সেই সুবাদে কালবেলার সঙ্গে আলাপে মশগুল হয়ে ওঠেন বলিউডের এই মিউজিশিয়ান।

এবারই প্রথম বাংলাদেশে এলেন শান্তনু। কুশলাদি বিনিময়ের পর বললেন, “হোটেল থেকে সিনেমা হলে এলাম। এ দেশের পথে-পথে, দেয়ালে দেয়ালে ‘মুজিব’ সিনেমার পোস্টার। একটি সিনেমা যখন এভাবে সেলিব্রেট হয়, তখন খুব ভালো লাগে। আমি খুবই খুশি যে এ দেশে আসতে পেরেছি।”

বঙ্গবন্ধুর প্রতি এ দেশের মানুষের ভালোবাসা দেখে বেশ মুগ্ধ হয়েছেন তিনি। জাতির পিতাকে নিয়ে নির্মিত সিনেমায় নিজেকে সম্পৃক্ত করতে পারা এবং এমন একটি চলচ্চিত্রের সুবাদে বাংলাদেশে আসতে পারাকে নিজের সৌভাগ্য হিসেবে দেখছেন শান্তনু। বললেন, “আমার অনেক দিনের শখ ছিল বাংলাদেশের আসার। আমার বাবা কিন্তু রংপুরের। দেশভাগের পর ভারত চলে যান তিনি। ছোটবেলা থেকে আমি শুধু গল্পই শুনেছি বাংলাদেশের। ‘মুজিব’ সিনেমা নিয়ে আমি সোনার বাংলায় ঢুকলাম; এটা আমার ভাগ্যে ছিল।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন মানুষকে নিয়ে তৈরি সিনেমায় সংগীত পরিচালনা করাকে বেশ বড় দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন তিনি। এ জন্য বঙ্গবন্ধুকে নিয়ে বেশ পড়াশোনা করতে হয়েছে তাকে। জাতির পিতার রাজনৈতিক ও পারিবারিক জীবন মুগ্ধ করেছে শান্তনুকে। কাজে নামার আগে পরামর্শ করে নিয়েছেন সিনেমার পরিচালক ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে। শান্তনু বলেন, ‘এটা আমার ওপর অনেক বড় একটি দায়িত্ব ছিল। পরিচালক আমাকে বললেন মুজিবকে ভালোভাবে চিনতে। আমি মুজিবকে ভালোভাবে বুঝতে তার বইগুলো পড়াশোনা করেছি। আমি চেয়েছিলাম এই সিনেমায় একটি অথেন্টিক মিউজিক থাকুক। আসলে প্রতিটি সিনেমায় কাজ করতে গেলে প্রথমে ভয় করে, আমি চেষ্টা করেছি মুজিবকে রিপ্রেজেন্ট করতে পারে এমন মিউজিক করতে। আমার জন্য একটি খুব বড় একটি সম্মান। কেননা, শেখ মুজিবুর রহমান পুরো পৃথিবীর।’

স্বনামধন্য এই সংগীত পরিচালক বলেন, ‘যিনি সাধারণ মানুষকে ভালোবাসেন এবং সাধারণ মানুষকে নিয়ে কাজ করেন ইতিহাস তাকে দাবিয়ে রাখতে পারে না। শেখ মুজিবকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তা হয়নি।’

বাংলাদেশে যেন শেখ মুজিবুরের মতো নেতা আরও জন্ম নেয় সেই প্রত্যাশা করলেন শান্তনু। তাছাড়া এমন একটি সিনেমায় ভারতকে সঙ্গী করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানালেন তিনি। বললেন, ‘এই সিনেমাটি ভারত ও বাংলাদেশের খুব সুন্দর একটি কোলাবরেশন। আমরা খুবই সৌভাগ্যবান যে বাংলাদেশ ভারতকে সুযোগ দিয়েছে এই সিনেমাটি করার জন্য।

পরিশেষে তিনি বলেন, ‘এই সিনেমাটা দেখার পর কোন একটা কারণে চোখ থেকে পানি ঝরে, এটিই এই সিনেমার জয়’।

শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি হলে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। এই সিনেমাটির ডিস্টিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়ার ওপর। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল। সিনেমার পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।

শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১০

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১১

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৩

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৪

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৫

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৬

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৭

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৮

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৯

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

২০
X