আহসান হাবীব
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০২:৪৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিব’ সিনেমা নিয়ে বাংলাদেশে আসতে পারা আমার সৌভাগ্য : শান্তনু

সংগীত পরিচালক শান্তনু মৈত্র। ছবি : সংগৃহীত
সংগীত পরিচালক শান্তনু মৈত্র। ছবি : সংগৃহীত

ভারতীয় সংগীত পরিচালক শান্তনু মৈত্র। তার ওপরেই ছিল ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার সংগীত পরিচালনার ভার। এ চলচ্চিত্রের ‘অচিন মাঝি’ গানটি ইতোমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সেই সুবাদে কালবেলার সঙ্গে আলাপে মশগুল হয়ে ওঠেন বলিউডের এই মিউজিশিয়ান।

এবারই প্রথম বাংলাদেশে এলেন শান্তনু। কুশলাদি বিনিময়ের পর বললেন, “হোটেল থেকে সিনেমা হলে এলাম। এ দেশের পথে-পথে, দেয়ালে দেয়ালে ‘মুজিব’ সিনেমার পোস্টার। একটি সিনেমা যখন এভাবে সেলিব্রেট হয়, তখন খুব ভালো লাগে। আমি খুবই খুশি যে এ দেশে আসতে পেরেছি।”

বঙ্গবন্ধুর প্রতি এ দেশের মানুষের ভালোবাসা দেখে বেশ মুগ্ধ হয়েছেন তিনি। জাতির পিতাকে নিয়ে নির্মিত সিনেমায় নিজেকে সম্পৃক্ত করতে পারা এবং এমন একটি চলচ্চিত্রের সুবাদে বাংলাদেশে আসতে পারাকে নিজের সৌভাগ্য হিসেবে দেখছেন শান্তনু। বললেন, “আমার অনেক দিনের শখ ছিল বাংলাদেশের আসার। আমার বাবা কিন্তু রংপুরের। দেশভাগের পর ভারত চলে যান তিনি। ছোটবেলা থেকে আমি শুধু গল্পই শুনেছি বাংলাদেশের। ‘মুজিব’ সিনেমা নিয়ে আমি সোনার বাংলায় ঢুকলাম; এটা আমার ভাগ্যে ছিল।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন মানুষকে নিয়ে তৈরি সিনেমায় সংগীত পরিচালনা করাকে বেশ বড় দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন তিনি। এ জন্য বঙ্গবন্ধুকে নিয়ে বেশ পড়াশোনা করতে হয়েছে তাকে। জাতির পিতার রাজনৈতিক ও পারিবারিক জীবন মুগ্ধ করেছে শান্তনুকে। কাজে নামার আগে পরামর্শ করে নিয়েছেন সিনেমার পরিচালক ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে। শান্তনু বলেন, ‘এটা আমার ওপর অনেক বড় একটি দায়িত্ব ছিল। পরিচালক আমাকে বললেন মুজিবকে ভালোভাবে চিনতে। আমি মুজিবকে ভালোভাবে বুঝতে তার বইগুলো পড়াশোনা করেছি। আমি চেয়েছিলাম এই সিনেমায় একটি অথেন্টিক মিউজিক থাকুক। আসলে প্রতিটি সিনেমায় কাজ করতে গেলে প্রথমে ভয় করে, আমি চেষ্টা করেছি মুজিবকে রিপ্রেজেন্ট করতে পারে এমন মিউজিক করতে। আমার জন্য একটি খুব বড় একটি সম্মান। কেননা, শেখ মুজিবুর রহমান পুরো পৃথিবীর।’

স্বনামধন্য এই সংগীত পরিচালক বলেন, ‘যিনি সাধারণ মানুষকে ভালোবাসেন এবং সাধারণ মানুষকে নিয়ে কাজ করেন ইতিহাস তাকে দাবিয়ে রাখতে পারে না। শেখ মুজিবকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তা হয়নি।’

বাংলাদেশে যেন শেখ মুজিবুরের মতো নেতা আরও জন্ম নেয় সেই প্রত্যাশা করলেন শান্তনু। তাছাড়া এমন একটি সিনেমায় ভারতকে সঙ্গী করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানালেন তিনি। বললেন, ‘এই সিনেমাটি ভারত ও বাংলাদেশের খুব সুন্দর একটি কোলাবরেশন। আমরা খুবই সৌভাগ্যবান যে বাংলাদেশ ভারতকে সুযোগ দিয়েছে এই সিনেমাটি করার জন্য।

পরিশেষে তিনি বলেন, ‘এই সিনেমাটা দেখার পর কোন একটা কারণে চোখ থেকে পানি ঝরে, এটিই এই সিনেমার জয়’।

শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি হলে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। এই সিনেমাটির ডিস্টিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়ার ওপর। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল। সিনেমার পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।

শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তৃষা

আইফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার জন্য দায়ী যে অ্যাপ

লিবিয়া থেকে দে‌শে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, হতে পারে বন্যাও

জামায়াতের মনোনয়ন পেলেন তুরস্কফেরত ড. হাফিজ

এশিয়া কাপ ট্রফি তালাবদ্ধ করে রেখেছেন নকভি, কারও ছোঁয়াও নিষেধ

অভিনয়-নির্মাণে ব্যস্ত পলাশ

কত বয়সে শুরু করবেন কোলেস্টেরল টেস্ট? চিকিৎসক যা বলছেন

অবৈধ পার্কিংয়ে বাসচালককে জরিমানা, পুলিশ সদস্যের ওপর হামলা

১০

পাল্টে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের সময়

১১

১৭ জেলায় রাতে ঝড়ের আভাস

১২

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

১৩

দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না : রাশেদ প্রধান

১৪

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

১৫

এরদোয়ানের সবুজ সংকেত, গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা

১৬

শাহবাগের তিন জায়গায় ৩ জনের মরদেহ

১৭

মিয়ানমারে আবারও সংঘাত, সীমান্তে গোলাগুলি

১৮

এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

১৯

এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা

২০
X