দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রে পদার্পন করেছিলেন ঢালিউড কুইন অপু। ছবিটির প্রচারের সময় বাপ্পির সঙ্গে অপু বিশ্বাসের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু ঠিক কী কারণে এই গুঞ্জন রটেছিলে, সে বিষয় ছিল অজানা।
প্রায় দেড় বছর পর অবশেষে প্রকাশ্যে এলো এই গুঞ্জনের পেছনের কারণ। জানা গেছে, পুরো গুঞ্জনটাই পরিকল্পনা করে ছড়ানো হয়েছিল। প্ল্যান করেছিলেন অপু বিশ্বাস নিজেই। এক সাক্ষাৎকারে নিজ মুখেই এ কথা স্বীকার করেছেন ঢালিউড কুইন। দেশের একটি টিভির ঈদের অনুষ্ঠানে গিয়ে এ তথ্য প্রকাশ করেছেন অপু বিশ্বাস।
চিত্রনায়িকা জানিয়েছেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় সাধারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পরিচালক দেবাশীষ ও নায়ক বাপ্পির সঙ্গে মিলে এই পরিকল্পনা করেন তিনি। অপুর মতে, এই প্ল্যান কাজে লেগেছিল। ঢালিউড কুইন বলেন, ‘চলচ্চিত্রে ফিরেই আমি দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই।’
মন্তব্য করুন