সিনেমা দেখার মাঝে মা কান্না করছিল। আমার ছোট ভাই জিজ্ঞাসা করেছিল—মা কান্না করছে কেন? মায়ের কান্না ধরে রাখা যাচ্ছিল না, শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেখার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই বলছিলেন এক তরুণ দর্শক। ঈদুল আজহার দিন ওই তরুণ তার বোন, ভাই ও মাকে নিয়ে ছবিটি দেখতে গিয়েছিলেন মধুমিতা সিনেমা হলে।
সিনেমা দেখা শেষ করে বেরোনোর পরও তরুণের মায়ের চোখে সিনেমার রেষ থেকে গিয়েছিল। ওই মা বলেন, ‘সিনেমার সিনগুলোর মধ্যে শাকিব খানের কষ্ট দেখা যাচ্ছিল, আর সে যা করছিল কষ্টের কারণে করছিল। মেয়েটার জন্য খুব কষ্ট পাচ্ছিল। সে জন্য আমার খুব খারাপ লেগেছে।’ তরুণের বোন বলেন, ‘আমার বড় ভাই-ই আসলে সব সিনেমা দেখে। সে-ই নিয়ে আসে।’
তরুণ বলেন, ‘এই সিনেমার গল্পের মধ্যে যে ইমোশন, দর্শক ধরে রাখার যে বিষয়, সেখানে খুব ভালোভাবে করেছেন পরিচালক হিমেল আশরাফ। ফলে সিনেমার গল্পটি মানুষকে স্পর্শ করছে। আমার মাও কেঁদে ফেলেছেন।’
ঈদুল আজহায় দেশের সিনেমা হলগুলোয় মুক্তি পেয়েছে পাঁচ সিনেমা। সেগুলোর মধ্যে আলোচনার শীর্ষে ‘প্রিয়তমা’ ছবিটি। শাকিব অভিনীত এই সিনেমা সিংহভাগ হল দখল করে রেখেছে।
মন্তব্য করুন