আবারও অস্কারের সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন কমেডিয়ান জিমি কিমেল। চতুর্থবারের মতো এই দায়িত্ব পালন করবেন তিনি। গত বুধবার একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস এই ঘোষণা দিয়েছে। খবর ডেলটানিউজ ডটটিভি।
২০২২ সালে উইল স্মিথের চড়কাণ্ডের পর ২০২৩ সালে ক্রিস রকের স্থানে দায়িত্ব পালন করেন কিমেল। সে বছর অস্কার শো প্রায় ১৮.৭ মিলিয়ন দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা পায়। তাই এবারও কিমেলের ওপরেই আস্থা রাখছে অস্কার কর্তৃপক্ষ। এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও অস্কার সঞ্চালনা করেন জিমি কিমেল।
সঞ্চালনার দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে কিমেল জানান, ‘ঠিক চারবার অস্কার সঞ্চালনা করার স্বপ্ন আমি সবসময় দেখেছি’।
এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক অস্কার সঞ্চালনার রেকর্ডে আছে বব হোপের নাম। যিনি একা বা সহ-সঞ্চালক হিসেবে ১৯বার অস্কারের মঞ্চ সামাল দিয়েছেন। তারপরই আছেন বিলি ক্রিস্টাল, যিনি ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত ৯ বার অস্কার সঞ্চালনা করেছেন।
মন্তব্য করুন