বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

মামলার রেশ না কাটতেই তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

তানজিন তিশাI ছবি : সংগৃহীত
তানজিন তিশাI ছবি : সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি এক নারী উদ্যোক্তার দায়ের করা প্রতারণা মামলার রেশ কাটতে না কাটতেই, এবার এই অভিনেত্রীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল।

সায়ানা কুটর ফ্যাশন হাউসের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী নামে এই নারী উদ্যোক্তা অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়েছেন। এই মর্মে তিনি গত ১২ নভেম্বর রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরিতে ডিজাইনার সায়ানা চৌধুরী উল্লেখ করেন, “আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমার নিজস্ব ফ্যাশন হাউস রয়েছে, স্টুডিও রয়েছে। দেশের নামিদামি সব তারকা আমার ফ্যাশন হাউসের কাপড় পরিধান করে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে বিবাদী তানজিন নাহার তিশা গত ১৩ ডিসেম্বর ২০২৪ সালে আমার কাছ থেকে ৭৫ হাজার দামের একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়ে যান। শাড়িটি পরা শেষে পরের দিন ফেরত দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি তিনি শাড়িটি ফেরত দেননি।”

শাড়িটি ফেরত চাইতে গিয়েই হুমকির শিকার হন বলে অভিযোগ সানায়ার। তিনি জিডিতে উল্লেখ করেন, “শাড়ির জন্য গত ১৫ ডিসেম্বর ২০২৪ সালে আমি তার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করি। তারই পরিপ্রেক্ষিতে তিনি আমাকে ১৭/১২/২০২৪ইং তারিখে শাড়ি ফেরত চাওয়ার কারণে নানা প্রকার অশ্রাব্য ভাষায় গালাগালসহ জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এমনকি ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)-এর মাধ্যমে হেনস্তা করবেন বলে হুমকি প্রদান করেন। যার কিয়দংশ আমার মোবাইল কল রেকর্ডিংয়ে প্রমাণ হিসেবে রয়েছে।”

এই ডিজাইনার আরও জানান, এরপর চলতি বছরের ১৩ মার্চ এবং ১৮ মে দুটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে তিশার সঙ্গে দেখা হলেও তিনি বিনয়ের সঙ্গে শাড়িটি ফেরত চান, কিন্তু তিশা শাড়ি ফেরত দেবেন না বলে সাফ জানিয়ে দেন।

জিডিতে বলা হয়, বিগত ০৫/১১/২০২৫ ইং তারিখে বিভিন্ন সংবাদপত্রে তানজিন নাহার তিশার বিরুদ্ধে একটি শাড়িবিষয়ক (অন্য) মামলার কথা জেনে আমি তাকে ফেসবুক মেসেঞ্জারে আমার শাড়িটি ফেরত দেওয়ার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করি।

অভিযোগ অনুযায়ী, এই অনুরোধের পর হুমকি আরও বেড়ে যায়। জিডিতে উল্লেখ করা হয়, বিগত ০৬/১১/২০২৫ ইং তারিখে আমার স্টুডিওতে নিয়োগকৃত ফটোগ্রাফার ঝুটন-তাকে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি। পরবর্তীতে তিনি হোয়াটসঅ্যাপে ঝুটুনকে ফোন দিলে ঝুটুন তার কাছে আমার রেফারেন্সে শাড়িটি ফেরত চাইলে, ঝুটুনকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং আমার সম্পর্কে নানা রকম খারাপ মন্তব্য করে ফোন রেখে দেন।

পরে ০৭/১১/২০২৫ ইং তারিখে বিবাদী তিশা আমাকে ফেসবুক মেসেঞ্জারে ফোন করে মামলার হুমকিসহ আমার মান-সম্মানকে নষ্ট করে আমাকে সমাজে হেয় করে ভাইরাল করার হুমকি প্রদান করেন। এমনকি বিগত ১০/১১/২০২৫ ইং তারিখে আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করে আমার ব্যবসা নষ্ট করবেন, আমার ব্যবসায়িক সুনাম নষ্ট করবেন এবং আমার ডিজাইনকৃত কাপড় কেউ পরবে না মর্মে হুমকি প্রদান করেন।

জিডির শেষে এই ফ্যাশন ডিজাইনার উল্লেখ করেন, “উক্ত বিষয়ে বর্তমানে আমি ভীষণ নিরাপত্তাহীনতাবোধ করছি।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন বস্তিবাসী

ফেনীতে গাছ কেটে রেলপথে নাশকতার চেষ্টা

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক চাঙ্গা রাখার ‘ফর্মুলা’ জানালেন ভিকি

১১ বছর পর ‘মন বোঝে না’ মুক্তি নিয়ে তমার ক্ষোভ

সাশ্রয়ী কেনাকাটার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করল ‘সাধ্যের মধ্যে’

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সিলেটের মুরুব্বি আলেম শায়খুল হাদিস মাহমুদুল হাছান আর নেই

মধ্যরাতে হৃতিকের ফোন পেয়ে থতমত খেয়ে যান কৃতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় সোমবার

শিশু-কিশোররা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে : প্রধান উপদেষ্টা 

১০

শিক্ষার্থীর মাথা ফাটানো নিয়ে ক্ষুব্ধ পরীমণি

১১

এবার পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

১২

১৬১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

১৩

আমিনবাজারে পুলিশের চেকপোস্ট, কঠোর নজরদারি

১৪

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন

১৫

এ আর রহমানের বিরুদ্ধে নিন্দার ঝড়

১৬

মামলার রেশ না কাটতেই তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

১৭

ব্যালন ডি’অর নয়, আবারও বিশ্বকাপ জিততে চান মেসি

১৮

নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান জানিয়ে ট্রাম্পের চিঠি

১৯

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

২০
X