স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সফরের মাঝপথেই দেশে ফিরতে চান শ্রীলঙ্কার খেলোয়াড়রা!

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডের পর মাঠের ভেতর নয়, এবার ঝড় বইছে মাঠের বাইরে। পাকিস্তান সফরে থাকা শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন খেলোয়াড় নাকি সিরিজের মাঝপথেই দেশে ফিরতে চান—এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে, এরপর নির্ধারিত রয়েছে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় সফরের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

সূত্র বলছে, দলের কয়েকজন তারকা ক্রিকেটার নিরাপত্তা ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকেই আতঙ্ক আরও বাড়ে শ্রীলঙ্কা শিবিরে। ঠিক এই সময়েই শোনা যায়, ‘দেশ ছাড়তে চান কয়েকজন খেলোয়াড়’—এমন খবর।

এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় জরুরি তৎপরতা শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড চেয়ারম্যান ও একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিজেই আজ শ্রীলঙ্কা দলের সঙ্গে বৈঠকে বসছেন, খেলোয়াড়দের উদ্বেগ দূর করতে এবং নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করতে।

এর আগে ইসলামাবাদে শ্রীলঙ্কার হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল (অব.) ফ্রেড সিরিওয়ারার সঙ্গে নাকভির বৈঠকে নিরাপত্তা নিয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। ইসলামাবাদের পুলিশ প্রধান ও প্রধান কমিশনার উপস্থিত ছিলেন সেই বৈঠকে।

পিসিবির এক বিবৃতিতে বলা হয়,

‘শ্রীলঙ্কা দলের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা পাকিস্তানের রাষ্ট্রীয় অতিথি, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’

শ্রীলঙ্কান হাইকমিশনারও পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,

‘সম্প্রতি ইসলামাবাদে সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে পাকিস্তান সরকারের নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট।’

তবে বাস্তবতা হলো—দলের ভেতরকার অস্থিরতা এখনো কাটেনি। সফরের দ্বিতীয় ওয়ানডে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তান ১-০ তে এগিয়ে থাকলেও, যদি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের পক্ষ নেয়, তাহলে সিরিজ স্থগিতও হতে পারে।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো সহজ ছিল না। আর এখন ১৬ বছর পর আবারও যদি নিরাপত্তা আশঙ্কায় সফর ভেঙে যায়, তবে সেটি হবে পাকিস্তানের জন্য এক বড় আঘাত—বিশেষত যখন তারা আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ প্রত্যাবর্তনের লড়াইয়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি জনসেবার জন্য এসেছি : সাঈদ আল নোমান

মাত্র ১ মিনিট দেরির কারণে মনোনয়ন জমা দিতে পারেননি প্রার্থী!

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের আসনে প্রার্থী হলেন তার স্ত্রী

ঢাকা-১২ / স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিএনপির নীরব

সবাইকে সঙ্গে নিয়েই গড়ব নতুন শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ও মাদকের কোনো স্থান নেই : এম এ কাইয়ুম

কেন্দ্রীয় যুবলীগ নেতার মনোনয়নপত্র জমা

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শরীফুজ্জামান

অবশেষে কমলো সোনার দাম, মঙ্গলবার থেকে কার্যকর

নির্বাচন সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান আসলাম চৌধুরীর

১০

দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের

১১

সাতক্ষীরায় ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা

১২

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সেলিমুজ্জামান

১৩

চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি পারভেজ

১৪

পাঁচ মিনিট দেরি, মনোনয়ন জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী

১৫

জনগণ নির্বাচিত করলে নিরাপত্তা, উন্নয়ন ও মানবিক সমাজ গড়ে তুলব : কবীর ভূঁইয়া

১৬

নায়ক সোহেল রানার ‘রহস্যজনক’ পোস্ট ভাইরাল

১৭

জামায়াত নেতা বহিষ্কার

১৮

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীর ২ পা বিচ্ছিন্ন

১৯

প্রেমিকার লাথিতে প্রেমিকের মৃত্যু

২০
X