আমেরিকার ক্যালিফোর্নিয়ার পর্বত অভিযানে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন ব্রিটিশ নায়ক জুলিয়ান স্যান্ডস। লস অ্যাঞ্জেলসের বসবাসকারী এই অভিনেতার খোঁজ মিলছিল না চলতি বছরের ১৩ জানুয়ারি থেকে। শেষে ২৫ জুন পর্বতের বরফ ঢাকা শৃঙ্গ থেকে উদ্ধার হয়েছে এ নায়কের কঙ্কাল। ৬৫ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর কারণ এখনো অজানা। তার মরদেহ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খুব শিগগিরই রিপোর্ট পাওয়া যাবে বলে খবর পাওয়া গেছে ওয়াশিংটন পোস্টে।
অভিনেতা জুলিয়ান স্যান্ডসের ছিল পর্বতারোহণের নেশা। প্রায় ১০ হাজার ফুট উঁচু মাউন্ট বাল্ডিতে চড়তে গিয়েছিলেন তিনি। এটি সান গ্যাব্রিয়েল পর্বতমালার উচ্চতম শৃঙ্গ। সেখানে যাওয়ার পর থেকেই খোঁজ মিলছিল না তার। ধারণা করা হচ্ছে, প্রবল শীতের কবলেই মৃত্যু হয়েছে এই অভিনেতার। জানা গেছে, অভিনেতা যখন পর্বতে নিখোঁজ হন, তখন সেখানকার তাপমাত্রা নেমেছিল মাইনাস ৪ ডিগ্রিতে। সঙ্গে ছিল তুষারঝড়ের আশঙ্কা। বেশ কয়েক মাস ধরে অভিনেতার ভাই তার খোঁজ চালাচ্ছিলেন। শেষে পর্বতমালা থেকে উদ্ধার হয় একটি কঙ্কাল, যেটি অভিনেতা জুলিয়ানের বলেই চিহ্নিত হয়েছে।
সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট
মন্তব্য করুন