চিত্রকর পিকাসো। তিনি যার ছবি আঁকছেন, মারা যাচ্ছেন সে-ই। তবে তিনি সত্যিকারের পিকাসো নন। তার নাম পলাশ মুখোপাধ্যায়। তিনি যে দুজনের ছবি এঁকেছেন, তারা মারা গেছেন। এমন গল্পে ওয়েব সিরিজ নির্মাণ করছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। সিরিজের নাম ‘পিকাসো’। সেটির ফার্স্ট লুক এসেছে প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। খবর আনন্দবাজারের।
সিরিজে রহস্যময় চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী। অন্যান্য চরিত্রে আছেন সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা, পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী ও কাব্যা ভৌমিক।
রাজা চন্দর সঙ্গে এবারই প্রথম কাজ করলেন টোটা। তিনি বলেন, ‘চিত্রশিল্পীর চরিত্র আগেও করেছি। কিন্তু এই চরিত্রে অনেক স্তর লুকিয়ে আছে। আমি চাই চরিত্রটিকে দর্শকরা সিরিজ দেখতে দেখতে আবিষ্কার করুন।'
‘পিকাসো’র চিত্রনাট্য করেছেন অর্ণব ভৌমিক। এর সংগীত পরিচালনায় আছেন অভিষেক ও রাজপুত্র।
মন্তব্য করুন