জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহকপাট’ গানের সুর বদল করে বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। সেই স্রোতে গা ভাসিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমও। ওই গানের সুর বদলের প্রতিবাদে শামিল হয়ে এ আর রহমানের জনপ্রিয় ‘জয় হো’ গানটি গেয়েছেন তিনি। সেটি গেয়েছেন নিজের মতো করেই। এমনকি বদলে ফেলেছেন সুরও। এরপর গানের ভিডিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেই ভিডিও এক্স-এ শেয়ার করেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিশোধ হলো এমন এক খাবার, যা শুঁটকি ভর্তার সঙ্গে সবচেয়ে ভালো খেতে লাগে’।
গানটি ব্যবহার করা হয়েছে ‘পিপ্পা’ সিনেমায়। এর আগে গানের সুর বদলের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ‘পিপ্পা’ টিম। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলেননি এ আর রহমান।
মন্তব্য করুন