মারিয়া চৌধুরী শান্তর ফ্যাশন জগতের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু। ৩ বছর আগে মডেলিংয়ে নাম লেখান। এরই মধ্যে প্রায় ২০টি ওভিসি-টিভিসিতে দেখা গেছে তাকে।
প্রথম নাটকেই মারিয়ার বিপরীতে ছিলেন মুশফিক আর ফারহান। ‘লাফাঙ্গা’ নামে নাটকটি ইউটিউবে ৭ মাসে ১৩ মিলিয়ন ভিউ হয়েছে।
এবারের ভালোবাসা দিবসে এই মডেল-অভিনেত্রীর ‘বুক পকেটের গল্প’ ও ‘দেয়ালে ঠেকলে পিঠ’ নামে দুটি নাটক দর্শকরা দেখতে পাবেন।
এ ব্যাপারে মারিয়া বলেন, এখন পর্যন্ত আমার জানা মতে, ভালোবাসা দিবসে দুটি নাটক আসছে। ভালোবাসার গল্প। ফিকশনের গল্পগুলো একটু ভিন্ন হবে। এরমধ্যে জাহিদ প্রীতমের ‘বুক পকেটের গল্পে’ ছয়জন শিল্পীর ৩টি গল্প রয়েছে। এতে আমি ‘অচেনা অতিথি’র গল্পটায় অভিনয় করেছি। সর্বশেষে দেখা যাবে প্রত্যেকটি গল্পের সঙ্গে সংযোগ রয়েছে। এখানে আমার সহশিল্পী শাশ্বত দত্ত। আর ‘দেয়ালে ঠেকলে পিঠ’ নাটকে আমার সঙ্গে রয়েছেন মুশফিক আর ফারহান।
তিনি জানালেন, ক্লাসিক গল্পে কাজ করতে চান।
মারিয়া বলেন, আমি চাই অনেক ডেডিকেট নিয়ে অভিনয় করতে। যেমন তেমন কাজ করার ইচ্ছা নাই আমার।
মন্তব্য করুন