কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে কোথায়?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত ২৬ মাসে দেশজুড়ে প্রায় ১৩ লাখ গাছ কেটে ফেলা হয়েছে, যা পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার জন্য এক গুরুতর হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উন্নয়ন প্রকল্প, নগরায়ণ, অবৈধ দখল এবং বনভূমি উজাড়সহ নানা কারণ দেখিয়ে এসব গাছ কাটা হয়েছে। তবে এই বিপুলসংখ্যক গাছ কর্তনের ফলে জলবায়ু পরিবর্তন, প্রাণবৈচিত্র্য হ্রাস এবং মাটির ক্ষয় ত্বরান্বিত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবাদীরা।

পরিবেশবিদরা বলছেন, উন্নয়নের নামে গাছ কাটা হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই তারা পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশবান্ধব উন্নয়নের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বেসরকারি গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) জানিয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ২৬ মাসে দেশে সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় ১৩ লাখ গাছ কাটা হয়েছে। সংস্থাটি দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন সংগ্রহ ও বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরেছে। এত বিপুলসংখ্যক গাছ কাটার ঘটনা পরিবেশ, জীববৈচিত্র্য এবং জলবায়ু ভারসাম্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আরডিআরসি’র তথ্য মতে, এসব গাছ কাটার পেছনে প্রধানত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, সড়ক সম্প্রসারণ, রেললাইন নির্মাণ, নদী খনন ও পৌর এলাকায় নির্মাণ কাজ দায়ী। যদিও উন্নয়নের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, তবে পরিকল্পনাহীনভাবে প্রকৃতিকে ধ্বংস করা দীর্ঘমেয়াদে আরও বড় বিপর্যয়ের কারণ হতে পারে।

রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) পরিচালিত ‘লগিং অব প্ল্যান্টস ইন বাংলাদেশ (২০২৪–২০২৫)’ শীর্ষক গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এক বছরে সরকারি প্রকল্পের আওতায় দেশে প্রায় ১ লাখ ৮২ হাজার গাছ কাটা হয়েছে। এর আগের বছর, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সময়ে কাটা হয়েছিল প্রায় সাড়ে ১১ লাখ গাছ। দুই বছর মিলিয়ে ২৬ মাসে গাছ কাটার মোট সংখ্যা দাঁড়ায় প্রায় ১৩ লাখ, যা দেশের পরিবেশগত ভারসাম্যের জন্য এক ভয়াবহ হুমকিস্বরূপ।

আরডিআরসি’র সর্বশেষ গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাছ কাটার ঘটনায় জড়িত রয়েছে দেশের ১২টি সরকারি সংস্থা। এর মধ্যে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ ছাড়া রাজশাহী, যশোর ও মেহেরপুর জেলা পরিষদ, খুলনার দিঘলিয়া উপজেলা মৎস্য কার্যালয়, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বন গবেষণা ইনস্টিটিউটের নামও তালিকায় রয়েছে। এই সংস্থাগুলোর বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামোগত কর্মকাণ্ডের অংশ হিসেবেই এসব গাছ কাটা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অনুবিভাগের অতিরিক্ত সচিব ফাহমিদা খাতুন বলেন, প্রকল্পের অনুমোদনসংক্রান্ত সভাগুলোতে সিদ্ধান্ত থাকে যে গাছ কাটা যাবে না। একেক প্রকল্প একেক মন্ত্রণালয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকল্পে যে গাছ কাটা পড়বে, তা পরিবেশ মন্ত্রণালয়কে জানানো হয় না।

তিনি বলেন, সংশ্লিষ্ট প্রকল্পে গাছ রেখে কীভাবে প্রকল্প ডিজাইন (নকশা) করা যায়, সেটা তারা প্রস্তাব করে না। বিভিন্ন প্রকল্পে গাছ কাটা বন্ধে আমাদের মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

দ্বিতীয় ধাপে শিক্ষার্থী পায়নি ৪১৩ কলেজ

রাকসু নির্বাচন / ২৫ পদে মনোনয়ন ফরম সংগ্রহ করল ছাত্রদল

মতবিনিময় সভা করেছেন মাওলানা মুহিউদ্দিন রাব্বানী

কর্ণফুলী টানেলে ফের ৩ দিনের ট্র্যাফিক ডাইভারশন

১০

তিন দলের সঙ্গে জামায়াতের বৈঠক

১১

তরুণদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি : তেনজিং 

১২

গাজার দুর্ভিক্ষকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ বললেন হাল্ক

১৩

‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল’

১৪

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুললে দেশের উন্নয়ন হবে : মেয়র শাহাদাত

১৫

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু অক্টোবরে

১৬

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতির নিন্দা

১৭

আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে গাজার ৫২ শিক্ষার্থী

১৮

৬২৯ ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা

১৯

বড় বোনের অনুপ্রেরণাতেই ডাকসু নির্বাচনে ছোট বোন

২০
X