কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘থার্টিফার্স্ট নাইটে’ সৃষ্ট দূষণ পরিস্থিতি নিয়ে যা জানাল ক্যাপস

ঢাকার আকাশে ‘থার্টিফার্স্ট নাইট’ উদযাপনে আতশবাজি ও ফানুস। ছবি : সংগৃহীত
ঢাকার আকাশে ‘থার্টিফার্স্ট নাইট’ উদযাপনে আতশবাজি ও ফানুস। ছবি : সংগৃহীত

ইংরেজি নববর্ষে আতশবাজি ও ফানুস পোড়ানোর ফলে সৃষ্ট বায়ু ও শব্দদূষণ পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)।

নতুন বছরের আগের দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর রাত ১২টা এক মিনিট থেকেই শুরু হয় নতুন বছর উদযাপনের উন্মাদনা। আকাশে ছড়িয়ে পড়ে আতশবাজির আলোকছটা। প্রতিবছরই ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতের বেলা আতশবাজি, পটকা, ফানুস পোড়ানো হয়। ফলে বছরের প্রথম দিনের বায়ু পূর্বের তুলনায় অনেক বেশি দূষিত থাকে।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) গবেষণা দল গত ৭ বছর যাবত ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে বায়ু ও শব্দদূষণের তীব্রতা পর্যবেক্ষণ করে আসছে। একই সাথে নববর্ষ উদযাপনের কয়েক ঘণ্টা আগে ও পরে বায়ু এবং শব্দদূষণের পার্থক্য পরিমাপ করে। বিগত ৭ বছরের ঢাকার বায়ুমান সূচক বা AQI অনুযায়ী ডিসেম্বরের শেষ দিনের তুলনায় জানুয়ারি মাসের প্রথম দিনের বায়ুমান সূচকের বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়।

গত ৭ বছরে ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, ৩১ ডিসেম্বরের থেকে ১ জানুয়ারি বায়ুমান সূচক সর্বনিম্ন ৬% থেকে সর্বোচ্চ ৬৬% শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং একই সময়ে ঢাকার বায়ুমান সূচক বা AQI খুব অস্বাস্থ্যকর (২০১ থেকে ৩০০) ও অত্যন্ত অস্বাস্থ্যকর (৩০১ থেকে ৫০০) অবস্থায় অবস্থান করেছিল। হিসাব অনুযায়ী, গত ৭ বছরে ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারিতে বায়ুমান গড়ে ১৯% বৃদ্ধি পেয়েছে।

২০১৭ থেকে ২০২৪ এই সময়ের মধ্যে বায়ুমান সূচক কখনোই ভালো অবস্থানে ছিল না। বায়ুমান সূচক ৫০ এর নিচে থাকলে ভালো বায়ু বলা হয়, সেক্ষেত্রে গত ৭ বছরে নির্দিষ্ট দুই দিনে (৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি) কখনোই বায়ুমান সূচক ৫০-এর নিচে ছিল না। উল্লেখ্য, ২০২১-২২ সালে করোনাকালে কম আতশবাজি, পটকা, ফানুস পোড়ানো হয়েছিল।

২০২৩ সালের নববর্ষে রাত ১১-১২টার তুলনায় পরবর্তী ১ ঘণ্টার বায়ুদূষণের পরিমাণ প্রায় ৯১ মাইক্রোগ্রাম (৩৬%) বৃদ্ধি পায়। কিন্তু ২০২৪ সালের নববর্ষে রাত ১১-১২টার তুলনায় পরবর্তী ১ ঘণ্টার বায়ুদূষণের পরিমাণ প্রায় ৬৪ মাইক্রোগ্রাম (৩৫%) বৃদ্ধি পায়। অর্থাৎ গত ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের প্রথম ঘণ্টায় বায়ুদূষণ হার ও দূষকের ঘনত্বের পরিমাণ কিছুটা কম ছিল।

এ বছর ৩১ ডিসেম্বর রাতে নববর্ষ উদযাপনের আগে ৩ ঘণ্টার গড় বায়ুমান হতে, নববর্ষ উদযাপনের শুরুর সাথে সাথে বায়ুর মানের অবনতি হতে শুরু করে। রাত ১২টা বাজার কিছু পূর্ব থেকে আতশবাজি, ফানুস পোড়ানোর শুরুর সাথে সাথে বায়ুদূষণও বাড়তে থাকে। বস্তুকণা ২.৫ এর দূষণের মাত্রা রাত ১টায় প্রতি ঘনমিটার বায়ুতে ২৪৯ মাইক্রোগ্রামে পৌঁছায় যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরিফ ওসমান হাদির কবরের পাশে চরমোনাই পীর

স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন / কেবল ডিগ্রি নয়, সক্ষমতা ও শৃঙ্খলাও জরুরি : আসিফ নজরুল

হিন্দুদের পাশে থাকবে বিএনপি : প্রিন্স

পাঁচ মাসে রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগ

কারাগারে বসে মনোনয়নপত্র নিলেন জাপার সাবেক এমপি

দিনাজপুরে হিম হাওয়ায় কনকনে শীত অনুভূত

গণঅধিকার পরিষদকে যে ২ আসনে আশ্বাস দিল বিএনপি

স্বর্ণের দামে নতুন ইতিহাস

জরুরি সংবাদ সম্মেলনের ডাক ইনকিলাব মঞ্চের

১০

১৯ দিন পর দেশে আসা প্রবাসীর লাশ রেখে পালালেন বাবা-মা-ভাই

১১

সাতক্ষীরায় প্রথম মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের

১২

‘বন্দর বছরে ৭২০ কোটি টাকা দিচ্ছে চাঁদাবাজদের, অথচ কর দেয় না’

১৩

রজবের চাঁদ দেখা গেছে, জানা গেল শবে মিরাজের তারিখ

১৪

চিকুনগুনিয়াকে দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গবেষকরা

১৫

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি

১৬

চট্টগ্রামে পোস্টাল ভোটে ৪৭ হাজারের বেশি প্রবাসী

১৭

এবারও ফ্রিজ, এসি ও টিভিতে দেশসেরা ওয়ালটন 

১৮

চার বলেই তিন উইকেট মোস্তাফিজের, দুবাই ক্যাপিটালসের নাটকীয় জয়

১৯

হাদিকে হত্যা : সেই ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X